আমাদের কথা খুঁজে নিন

   

পায়ের বুড়ো আঙ্গুলের কুস্তি

কুস্তি খেলা অন্যতম প্রাচীন খেলাগুলোর একটি। কুস্তি বলতে সাধারণত দুজন লোকের মধ্যে হাতাহাতি বোঝানো হলেও এই কুস্তি খেলার অনেক বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্যময় কুস্তি খেলাগুলোর মধ্যে রয়েছে তেল কুস্তি ও টো কুস্তি। টো কুস্তি মূলত পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে শক্তি প্রদর্শনের খেলা। এই কুস্তি খেলা প্রায়ই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে।

পায়ের বুড়ো আঙ্গুলের জোর যার বেশি সেই এই খেলায় জয়ী হয়। এই কুস্তিতে দুজন করে লোক পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে একে অন্যের পায়ের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরে শক্তি দিয়ে চেপে বিপরীত দিকে ঠেলতে থাকে। মোটামুটি তিন রাউন্ড করে এই কুস্তি চলতে থাকে।

টো কুস্তি ছাড়াও জনপ্রিয় কুস্তি খেলার মধ্যে রয়েছে তেল কুস্তি খেলা। এটি তুরস্কের পুরনো খেলাগুলোর একটি।

প্রতি বছর জুন মাসে তুরস্কের এডিরনি শহরে ওই তেল কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ কুস্তির সময় প্রতিযোগীরা তাদের শরীরে তেল মাখিয়ে নেন এবং তাদের প্রতিপক্ষকে কুস্তির মাধ্যমে মাটিতে ফেলে দিতে চায়। তেল কুস্তি প্রতিযোগিতা উৎসব এখনকার দিনে গ্রিসে, পূর্ব মেসিডোনিয়া এবং তুরস্কের পশ্চিম থ্রেসেও অনুষ্ঠিত হয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।