আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ চেটিয়াকে হস্তান্তরে হুমকিতে পড়বে দেশ

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। আসামের স্বাধীনতাকামী উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে দেয়া হলে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তে পারে বলে তারা সতর্ক করেছেন। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর অনুপ চেটিয়াকে ঢাকায় গ্রেফতার করা হয়।

আরো কয়েকজন উলফা নেতাকে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে গ্রেফতার করা হয়। তাদের ইতোমধ্যে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। অনুপ চেটিয়া গ্রেফতারের পর বাংলাদেশের আদালতে তার শাস্তি হয়। সে শাস্তি শেষ হওয়ার পরপরই তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। তবে আদালতের আদেশেই তাকে এখনো কারাগারে আটক রাখা হয়েছে।

এ দিকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, তার সরকার অনুপ চেটিয়াকে হস্তান্তরপ্রক্রিয়া শুরু করেছে। বিবিসি বাংলা সার্ভিসের সাথে গত বৃহস্পতিবার আলাপে তিনি বলেছেন, বন্দিবিনিময় চুক্তি না থাকলেও অনুপ চেটিয়াকে হস্তান্তরে আইনগত কোনো বাধা নেই। তিনি জানান, একটি মামলা আদালতে রয়েছে। সেটি শেষ হলেই তাকে হস্তান্তর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই তাকে ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে। তবে এ হস্তান্তরের বিনিময়ে বাংলাদেশ সরকার ভারতে লুকিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যার আসামিদের ফেরত চেয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ নয়া দিগন্তকে বলেন, বাংলাদেশের নিরাপত্তা যাতে বিঘিœত না হয় সে বিষয়ে ভারতকে নিশ্চয়তা দিতে হবে। তারা এখান থেকে অনুপ চেটিয়ার মতো নেতাকে নিয়ে যাবেন, বিনিময়ে আমাদের ‘ছিঁচকে’ সন্ত্রাসীদের দিয়ে দরকষাকষি করবেন, তা হতে পারে না। তবে এবার বঙ্গবন্ধুর খুনিদের ফেরত আনার কথা হচ্ছে।

এটি আনা গেলে ভালো। তিনি বলেন, বাংলাদেশের উচিত এ বিষয়ে খোলাখুলি কথা বলা। ভারতকে এ কথা আমাদের অবশ্যই বলা উচিত যে, তারা যেন তাদের উত্তর পূর্ব ভারতের সমস্যা সমাধান করে নেয়। ৬০ বছর ধরে তারা এসব সমস্যা জিইয়ে রেখেছে। নিজেদের বিশ্বের অন্যতম গণতন্ত্র চর্চাকারী দেশ হিসেবে দাবি করা এ দেশটির উত্তর-পূর্বের সঙ্কট না মিটিয়ে সেখানকার কিছু নেতার বাংলাদেশে প্রবেশ নিয়ে আমাদের চাপের মুখে রাখছে।

এটা কখনো সঠিক হতে পারে না। অধ্যাপক ইমতিয়াজ বলেন, সেখানকার মানুষের দাবি যদি সঠিক হয়, তারা যদি সঠিক পথে স্বাধিকারের দাবি করে থাকেন, তাহলে তাদের প্রতি বাংলাদেশের মানুষর সহানুভূতি থাকবে, এটাই স্বাভাবিক। তাদের দেশের ভেতরের মানুষেরও তা থাকবে বা আছে। যেমনটা আছে কাশ্মির, বেলুচিস্তান কিংবা আফ্রিকার স্বাধীনতাকমীদের ওপর। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) জন্ম মূলত বাঙালি বিরোধ থেকে।

গবেষকেরা বলেছেন, আসামে বাঙালিদের আধিপত্য বেড়ে যাচ্ছে, এমন অভিযোগ এনে সেটি প্রতিরোধের জন্য আন্দোলন গড়ে ওঠে। তারা সেখানে স্বাধীনতা আন্দোলন অব্যাহত রেখেছে। তৎকালীন পাকিস্তান সরকার উলফাকে কিছুটা নীরব প্রশ্রয় দেয়। তা ছাড়া বাংলাদেশের সীমান্তও নমনীয় থাকে। অধ্যাপক ইমতিয়াজ এর ব্যাখ্যা করে বলছেন, বাংলাদেশের সীমান্তরক্ষীরা দেখা মাত্র গুলিতে অভ্যস্ত নন।

তাদের চোখ ফাঁকি দিয়ে এ দেশে সেখানকার স্বাধীনতাকামীরা এসে থাকবেন এবং তাদের প্রতি একটা সহানুভূতি আমাদের থাকতে পারে। তবে এটা খুব বেশি হওয়ার সুযোগ নেই। তবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের একজন সদস্য বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-উত্তরকালে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের স্বাধীনতাকামী কিছু নেতা বাংলাদেশে আত্মগোপনে আসতেন। তেমনি করে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সঙ্ঘাতের সময় সেখানকার শান্তিবাহিনীর নেতারা এসব এলাকায় আশ্রয় নিতেন। জনসংহতি সমিতির সশস্ত্র শান্তিবাহিনীর সাবেক মেজর, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, খাগড়াছড়িতে থাকেন, গত রাতে নয়া দিগন্তকে বলেন, মূলত আসাম, ত্রিপুরা এবং পাশের বিভিন্ন রাজ্যের স্বাধীনতাকামীদের সাথে তাদের সমঝোতা ছিল।

এর ভিত্তিতে তারা আসা-যাওয়া করতেন। তবে শান্তিচুক্তি সইয়ের পর এটি থেমে যায়। তা ছাড়া সরকারের বৈরী আচরণের কারণে তারা বাংলাদেশে আসা কমিয়ে দেয়। ১৯৯৭ সালে অনুপ চেটিয়া ধরা পড়ার পর উলফা বা বোরোল্যান্ড আন্দোলনের বড় কোনো নেতা পার্বত্য অঞ্চলে আসেননি। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার গত বছর অভিযোগ করেছিলেন, আগে বাংলাদেশের ভেতরে অর্ধশতাধিক ভারতীয় জঙ্গি ঘাঁটি বা ডেরা ছিল।

বর্তমানে আছে এক ডজনের কিছু বেশি। তবে পার্বত্য চট্টগ্রামের সূত্রগুলো বলেছে, এটি ডাহা মিথ্যা। এখন বাংলাদেশে ভারতবিরোধী কোনো জঙ্গি ঘাঁটি বা ডেরা নেই। অধ্যাপক ইমতিয়াজও মনে করেন, এ রকম অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, ১৬ কোটি মানুষের গিজগিজ করা এ দেশে জঙ্গি ঘাঁটি স্থাপন করা খুব একটা সহজ কাজ নয়।

এ রকম ভুয়া অভিযোগ তুলে ধরে মানিক সরকাররা কী বোঝাতে চাইছেন তা বোধগম্য নয়। তিনি বলেন, তারা আমাদের চাপে রাখতে চায়। কিন্তু চাপে থাকার কথা তাদের। তারা মানুষের মৌলিক অধিকার হরণ করছেন, তাই সেখানে বিদ্রোহ হচ্ছে। ৬০ বছর চলে গেল তারা এখনো নিজেদের সমস্যার সমাধান করতে পারেননি।

অধ্যাপক ইমতিয়াজ বলেন, এখন সময় বদলে গেছে। প্রতিবেশী বা পাশের দেশের এ ধরনের আন্দোলনে মদদ দিয়ে খুব একটা লাভ নেই। বাংলাদেশের তো মোটেও নেই। ভারত এটা এখন বুঝতে পেরেছে। বিশেষ করে তামিলদের মদদ দিয়ে তারা টের পেয়েছে।

রাজিব গান্ধীকে জীবন দিতে হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী বলেন আর পাহাড়ি বলেন তাদের আন্দোলনকেও ভারত এক সময় মদদ দিয়েছে। তারা পরে ভুল বুঝতে পেরেছে। সামনে তারা এ রকম ভুল যেন না করেন, সে নিশ্চয়তা আমাদের চাওয়া উচিত। একই সাথে অনুপ চেটিয়াদের বিষয়ে দিল্লিকে ঢাকার পক্ষ থেকে বোঝানো উচিত তাদের সমস্যার যেন একটা গ্রহণযোগ্য সমাধান তারা করে নেন।

এ রকম একটা বিষয়ে প্রস্তাব করার মতো অবস্থান বাংলাদেশ সরকারের আছে কি না? এমন জিজ্ঞাসার জবাবে অধ্যাপক ইমতিয়াজ বলেন, থাকতে হবে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র। সমস্যাটা দ্বিপক্ষীয়। সে সমস্যার সমাধানে অবশ্যই বলতে হবে। আমাদের নিরাপত্তার বিষয়টি ভারতকে বুঝতে হবে।

শুধু উলফা নেতাদের নিয়ে যেতে চাইলে হবে না। গত বছরের আগস্ট মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বাংলাদেশ সফরে এলে অনুপ চেটিয়াকে পাওয়ার কথা জানিয়ে যান। তবে সে কথা জানিয়ে গেলেও ঢাকায় তিনি এ বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানাননি। দিল্লি গিয়ে সেখানকার গণমাধ্যমকে তিনি জানান, অনুপকে তারা পেতে যাচ্ছেন। পাবেনও বটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.