আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ পরিষদে ভাষণে শেখ হাসিনা, সন্ত্রাস জঙ্গীবাদে জিরো টলারেন্স

সন্ত্রাস, জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের ক্ষমতায়ন ও আইনের শাসন নিশ্চিত করেছে। তাই ন্যায় বিচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর মাধ্যমেই শান্তিময় বিশ্ব গড়ে উঠবে। ভবিষ্যত প্রজন্মের জন্য সেটিই হবে বিশ্ব নেতৃবৃন্দের শ্রেষ্ঠ উপহার। নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলায় দেয়া ২০ মিনিটব্যাপী ভাষণে তিনি বৈশ্বিক সঙ্কট ও তা সমাধানে শান্তি প্রতিষ্ঠার উপায় তুলে ধরেন। সন্ত্রাসবাদ নিরসনে ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরেন। পাশাপাশি বিরোধী দল বিএনপি জামায়াতের উস্কানির কথা তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন। এছাড়া দেশের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বৈশ্বিক নানান সঙ্কট উত্তরণে জাতিসংঘের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, বর্তমান বিশ্ব গণজাগরণ, আন্তঃদেশীয় সংঘর্ষ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, বৈশ্বিক আর্থিক সঙ্কট, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা, মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদ প্রভৃতি প্রত্যক্ষ করছে।

এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই এবারের আলোচনার মূল প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ বা পরিস্থিতি নিষ্পত্তিকরণ’ প্রশংসনীয়। প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ, ব্রেটন উডস্ ইনস্টিটিউশনস্ ও অন্য বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে পুনরায় গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ৬০ বছরের পুরনো ক্ষমতার সমীকরণের প্রতিফলন। যেখানে অধিকাংশ দেশের স্বার্থ উপেক্ষিত থাকে এবং কয়েকটি বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের স্বার্থ রক্ষা হয়।

নতুন সহস্রাব্দে কিছু স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং বিশ্বায়ন একটি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা গড়ার সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, আজ আমরা ন্যায় বিচার, সমতা, গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারছি। এ সবই আমাদের অগ্রাধিকার। অতীতের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলে সবার এখন সেই লক্ষ্যে কাজ করা উচিত। নতুন বিশ্ব ব্যবস্থা অবশ্যই ন্যায় বিচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে হতে হবে।

যার মাধ্যমে শান্তিময় বিশ্ব গড়ে উঠবে। ভবিষ্যত প্রজন্মের জন্য সেটিই হবে আমাদের শ্রেষ্ঠ উপহার। তিনি বলেন, ফিলিস্তিন জনগণের ওপর ইসরাইলের নগ্ন অবিচার, হত্যা, নির্যাতন ও অবমাননা মানব ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়। এসব অবিচার ফিলিস্তিন ও অন্যান্য স্থানে গভীর হতাশার সৃষ্টি করে। যা সন্ত্রাসবাদকে উস্কে দেয়।

ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে ফিলিস্তিন সমস্যা ও একই ধরনের জ্বলন্ত ইস্যুগুলোর আশু সমাধান অত্যন্ত জরুরী। প্রধানমন্ত্রী বলেন, চার দশকের জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে আমি জেনেছি যে ন্যায় বিচার বিরাজ করলেই শান্তি স্থাপিত হয়। এটা দেশের অভ্যন্তরে এবং এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। গণতন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব যা জনগণকে ক্ষমতাশালী করে। গণতন্ত্রের পর্যায়ক্রমিক অনুপস্থিতির অর্থ হচ্ছে সামাজিক অবিচার, দারিদ্র্য, বৈষম্য, বঞ্চনা এবং অসহায়ত্ব।

এটি চরমপন্থা ও সন্ত্রাসবাদের জন্ম দেয়। তিনি জানান, তাঁর সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী, কর্মসংস্থান সৃষ্টি, সকলকে নিয়ে এগিয়ে যাওয়া, টেকসই প্রবৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন ও সন্ত্রাস দমন করছে। ফলে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও বঞ্চনা দূরীভূত হচ্ছে। জনগণের ক্ষমতায়ন হচ্ছে। গণতন্ত্র ও ন্যায়বিচার সুদৃঢ় হচ্ছে।

এ অনন্য সাফল্য তাঁকে জাতিসংঘের ৬৬তম অধিবেশনে ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন’ মডেল উপস্থাপন করতে উৎসাহিত করেছে। তিনি আরও জানান, এ প্রস্তাব গত অধিবেশনে ৬৬/২২৪ নম্বর সিদ্ধান্ত হিসেবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। মডেলটি নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ চলতি বছরের ৫ ও ৬ আগস্ট ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন করেছে। সম্মেলনে অংশগ্রহণকারী ৬২টি দেশ জাতিসংঘের ৬৭তম অধিবেশনে মডেলটি বিবেচনার জন্য সমর্থন দিয়েছে। মডেলটির ব্যাপক প্রচারের জন্য তিনি বিশ্ব নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন।

প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা এবং আইনের শাসন নিশ্চিত করেছে। তিনি বলেন, বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তখন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর, লস্কর-ই-তৈয়বাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী প্রায় প্রতিদিনই বোমা ও গ্রেনেড হামলা চালাত। আমিও ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসী গোষ্ঠীর এক ভয়াবহ গ্রেনেড আক্রমণের শিকার হই। এসব ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকা- থেকে দেশকে রক্ষার লক্ষ্যে আমরা সন্ত্রাস ও সকল প্রকার চরমপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

আমরা জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে মানবাধিকার, জবাবদিহিতা, ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক মাল্টিমোডাল সংযোগ নিয়ে অগ্রসর হয়েছি। আমরা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করেছি। নির্বাচন কমিশন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ায় এ পর্যন্ত অনুষ্ঠিত ৫ হাজার ১৮২টি নির্বাচনই সম্পূর্ণ অবাধ ও বিশ্বাসযোগ্য হয়েছে। গণমাধ্যমও এখন সম্পূর্ণ স্বাধীন। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ৩৮ বছর আগে এ মঞ্চে দাঁড়িয়েই ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’, ‘সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান’, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগের অবসান’ এবং ‘বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদান’ এর ঘোষণা দিয়েছিলেন।

তাঁর এই নীতি দেশে-বিদেশে মূলত ন্যায় বিচার ও শান্তির ওপর প্রতিষ্ঠিত ছিল। যা আমাকে ১৯৯৭ সালে, প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম মেয়াদে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনে অনুপ্রাণিত করেছে। ফলে ২০ বছরের দ্বন্দ্ব-সংঘাতে ২০ হাজার প্রাণবধের অবসান হয়েছে। বঙ্গবন্ধুর এ নীতিই আমাকে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বিদ্রোহ সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান করতে প্রেরণা যুগিয়েছে। বিদেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বর্তমান সরকার বৈদেশিক সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়।

তাই ১৯৯৬ সালে ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পাদনের মাধ্যমে ২৫ বছরের পুরনো সমস্যার সমাধান করেছে সরকার। ১৯৭৪ সালে সম্পাদিত স্থল সীমানা চুক্তির আওতায় ২০১১ সালে প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে ৬৪ বছর ধরে অনিষ্পন্ন ইস্যুর নিষ্পত্তি করা হয়েছে। একটি যৌথ নদীর ওপর ভারতের প্রস্তাবিত ড্যাম নির্মাণের বিষয়ে পারস্পরিক উদ্বেগ বিবেচনায় নেয়া হয়েছে। অপর প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে ‘ইটলস’-এর মাধ্যমে ৪১ বছরের পুরনো সমুদ্রসীমা বিরোধেরও শান্তিপূর্ণ মীমাংসা করেছে সরকার। জলবায়ু পরিবর্তনজনিত সঙ্কট, শ্রমিক অধিকার ও শুল্কমুক্ত প্রবেশাধিকারে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় একটি নতুন আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত - যা জলবায়ু অভিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি কর্মকা-ের জন্য ‘গ্রীন ক্লাইমেট ফান্ড’ এর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাই। উন্নত ও উন্নয়নশীল বিশ্বের বাজারে এলডিসি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং ওডিএ প্রতিশ্রুতি পূরণ অত্যাবশ্যক। শ্রমিক প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর সুবিধা নিশ্চিতে ‘জিএটিএস’ এর মুড-ফোর আশু বাস্তবায়ন প্রয়োজন। নিরাপদ অভিবাসন এবং নারীসহ অভিবাসী কর্মজীবীদের অধিকার সংরক্ষণে অভিবাসী প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর যৌথ দায়িত্ব ডব্লিউটিও নীতির অংশ করা উচিত। তিনি বলেন, ইউএনজিএর চলতি অধিবেশনে আমরা ‘অটিজম স্পেক্ট্রাম ডিসঅর্ডার’ বিষয়ক একটি প্রস্তাব উত্থাপন করব।

আমি আশা করি, এ প্রস্তাব গ্রহণে আপনাদের সমর্থন পাব। ভাষণে দেশের উন্নয়নে তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে জনগণের ক্ষমতায়নে গৃহীত পদক্ষেপের ফলে দারিদ্র্য ১০ শতাংশ হ্রাস পেয়েছে। জিডিপি প্রবৃদ্ধি হার ৬ দশমিক ৫ শতাংশ অর্জিত হয়েছে। মাথাপিছু আয় ৩৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সরকারী খাতে ৫ লাখ এবং বেসরকারী খাতে ৭৫ লাখ কর্মসংস্থান হয়েছে।

রফতানি প্রবৃৃদ্ধি হার ১৯ শতাংশ। প্রতি বছর ১০ শতাংশ হারে রেমিটেন্স বেড়েছে। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ই-সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি সুবিধা তৃণমূল পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। প্রায় শতভাগ শিশুর স্কুলে ভর্তি নিশ্চিত করা হয়েছে।

২০১৫ সালের আগেই লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এমডিজি-৩, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস সংক্রান্ত এমডিজি-৪ ও এমডিজি-৫ অর্জন সম্ভব হয়েছে। নারীর ক্ষমতায়নকে বেগবান করার লক্ষ্যে নতুন শিক্ষানীতির আওতায় মেয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব গড়ে তোলা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে তাঁকে স্বাগত জানিয়ে জাতিসংঘ সদর দফতরের বাইরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.