আমাদের কথা খুঁজে নিন

   

=তৃতীয় শর্ত=

আমি তোমাকে চাই তোমাকে বলতেই তুমি হেসে উঠলে, বললে - 'তিনটি শর্ত আছে : প্রথম শর্ত হলো নদীর জলকে ছুঁয়ে দিতে হবে আকাশের গায় দ্বিতীয় শর্ত হলো সন্ধ্যাতারা আমায় দিতে হবে|' আমি নদীর জলকে রংধনু করে ছুঁয়ে দিলাম আকাশ আর সন্ধ্যাতারাকে ফুল করে তোমার খোঁপায় গুঁজে দিলাম | তৃতীয় শর্তের কথা বলতেই তুমি আলেয়া হয়ে বললে - 'যদি ছুঁতে পারো তবে আমি তোমার|' কখনো রাতের জোনাকি, ঘাসফুল, নীল প্রজাপতি, ডাহুকের বেশে সবুজ ঘাগরার বনে ঝি ঝি ডাকা সন্ধ্যায় হয়ে কোনো পলাতকা হাঁস নিরন্তর হেঁটেছি খাল বিল পথে হয়েছি চপলা কিশোরীর পায়ের ঘুঙ্গুর বাতাসে বাতাসে শব্দে তুলে নেচে গেছি বুনো পথ বেয়ে তোমাকে ছোঁয়ার জন্য শংখ চিলের দীর্ঘ ডানা বেয়ে নেমে আসা সন্ধ্যার কুয়াশায় হয়েছি অমাবস্যার নি:স্তব্দ রাত রাতের শিশির হয়ে লুকিয়ে থেকেছি দুর্বার দলে| কত বার, কত দীর্ঘ পথ পেরিয়ে আজও তোমাকে খুঁজে ফিরি অক্লান্ত এই আমি আজও ছুঁতে পারিনি, তাই তুমিও হও নি আমার তোমাকে পাবার ইচ্ছা শেষ হয়নি আজও |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।