আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামবিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মুসলমান ওই চলচ্চিত্র নির্মাণের ঘটনায় ক্ষমা চাইতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, ‘অল বেঙ্গল মাইনরিটিজ ইয়ুথ ফেডারেশন’সহ বেশ কয়েকটি মুসলিম সংগঠন বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে চৌরঙ্গি এলাকায় সুরক্ষিত মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশ কনস্যুলেটের সামান্য দূরে থামিয়ে দেয় তাদের। এনডিটিভির খবরে বলা হয়, বিক্ষোভে কলকাতার প্রাণকেন্দ্র চৌরঙ্গি এলাকা এবং সিআর এভিনিউতে তীব্র যানজট তৈরি হয়। এ বিক্ষোভের রেশ ছিল নগরের উত্তর এবং দক্ষিণাঞ্চলেও।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.