আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক স্থবিরতা -কারনসমূহ

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।  রাজনিতীকে রাষ্ট্রব্যাবস্থ ার হৃদপিন্ডের সাথে তুলনা করা যেতে পারে । রাজনৈতিক ব্যাক্তিরা এর ধমনী ও শিরা । অন্যদিকে উন্নয়ন বিষয়টা রক্তের মতো । বাংলাদেশের প্রেক্ষাপটে বলা চলে যে এদেশের রাষ্ট্রব্যাবস্থ ার হৃত্পিন্ডটা ঠিক কাজ করছেনা ।

তো চলুন দেখা যাক এই সমস্যার কারনগুলো কি ? ১ .রাজনৈতিক দলমাত্রেরই একটা নির্দিষ্ট আদর্শ থাকে । তারা ঐ আদর্শকে প্রতিষ্ঠা করতে চায় ও সে অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় । কিন্তু বাংলাদেশে বিদ্যমান অধিকাংশ দলেরই রয়েছে প্রচন্ড আদর্শ সংকট । তাদের যে আদর্শ নেই তা বলব না । বরং এ সংকট দ্বারা বোঝাতে চাইছি দলের নেতাকর্মীরা আদর্শ নিয়ে হয় অজ্ঞতায় ভোগে অথবা ভুল বুঝে ।

যার কারনে প্রায়ই অন্ধ আদর্শ প্রিতী কিংবা অজ্ঞতা অথবা ভুল বোঝাবুঝির দরুন তারা বিভিন্ন জটিলতার সৃষ্টি করে । আদর্শকে ঠিক ভাবে এডোপ্ট না করাটাও দলগুলোর একটা সূক্ষ সমস্যা । ২ .দ্বিতীয় যে সমস্যাটা এদেশে প্রকট তা হচ্ছে দলপ্রিতীকে দেশপ্রিতীর উর্ধ্বে স্থান প্রদান । যার কারনে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা আসলের চিন্তা না করে সুদ নিয়ে লাফালাফি করি । কোন একটা চুক্তিতে রাজনৈতিকরা প্রথমেই বিবেচনায় আনছেন দলের স্বার্থকে যেখানে দেশের স্বার্থটাকেই আগে বিবেচনা করা উচিত ছিল ।

দেশের স্বার্থ আছে অথচ দলের তেমন একটা লাভ নাই এমন কোন সিদ্ধান্তে আমরা যাইনা ফলে দেখা যায় দেশপ্রিতীর বিষয়টা উপেক্ষিত থেকে যায় । ৩ .খালি মাঠে গোল করার প্রবনতার কারনে রাজনিতীতে ব্যাপক মরুকরন ঘটছে । যে দলই ক্ষমতায় যাচ্ছে তারা বিপক্ষকে বীরবিক্রমে দমন করছে । কারন তারা রাজনিতীর মাঠে কোন প্রতিপক্ষ রাখতে চাইছেনা । এরকম টেনডেনসি দেখা গেছে বাকশাল থেকে শুরু করে এখনকার ডিজিটাল সরকার পর্যন্ত সকল সরকারের সময়ই ।

এখানে কাউকে দুধে ধোয়া তুলসিপাতা নয় বরং সবাই পচা বেল পাতা । ৪ .জবাবদিহিতা শুধুমাত্র গনতন্ত্রই নয় বরং সকল সরকার ব্যাবস্থার একটা প্রধান শর্ত । অথচ জবাবদিহিতার মনোভাব এসময়ের রাজনিতীতে নেই বল্লেই চলে । এর কারন দুইটা -প্রথমত জবাবদিহিতা করাবার মত লোকই নেই যার কারনে দ্বিতীয়ত জবাবদিহিতার মানসিকতা এখন বিলুপ্তপ্রায় হয়ে গেছে । ৫ .এদেশের রাজনৈতিকদের রক্ত কত গরম তা এক সাহারা খাতুনকে দেখলেই বুঝা যায় ।

পরমতসহিষ্ণুতার মহত্ গুনটা কারো ভিতরেই নেই বললেই চলে । কথার পিঠে কথা চড়াতে গিয়ে কথার মর্মার্থ উদ্ধারের কথাটাই ভুলে যাই আমরা । ৬ .বিচার যাই হোক তালগাছ আমার ,এমন মনমানসিকতার কারনে ভুলগুলো রাজনৈতিকদের চোখ এড়িয়ে যাচ্ছে । পচনগুলো কষ্ট দিলেও এই অদ্ভুত মানসিকতার কারনে চিকিত্সা হচ্ছে না । ৭ .পরিবারতান্ত্রি ক রাজনিতীর কাছে জনগন খেলনায় পরিনত হয়েছে ।

এখানে দলপ্রধানের পরিবার রক্ষার্থে হরতাল দেয়া হয় ,তাতে সাধারন জনগন মরে হয় শেষ । ৮ .বৈদেশিক দাসত্ব ও দুর্বল এবং নতজানু পররাষ্ট্রনিতীর কারনে আমাদের দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে । ৯ .সর্বোপরি দেশপ্রেমের চেতনাটাই নাই । যতই মুখে ৭১ ৭১ করুক ভিতরে তার কিছুই নাই । যার কারনে দেশ এগুচ্ছে না ।

১০ .দেশের দুর্দশার আরেকটা কারন হল রাজনিতী অসচেতন ও অদূরদর্শী জনগনের তীব্রতা । যে দেশের যুবকরা রাজনিতীকে ঘৃনা করে তারা কিভাবে এগুবে বলেন । আমি রাজনিতীর একজন ছাত্র । অন্য কয়টা ছেলের মত আমিও এসব দেখে হতাশ হই । কিন্তু রাজনিতী থেকে দূরে থাকতে আমার ভালো লাগেনা ।

কারন দেশের জন্য কিছু করতে চাইব আর রাজনিতীর কথা উঠলেই চুলকানি উঠবে এমন প্রতিবন্ধী আমি না । এসব সমস্যা সমাধানে একটা দৃঢ় উদ্যেগ চাই । আল্লাহ আমাদেরকে সাহায্য করুক ,আমীন । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.