আমাদের কথা খুঁজে নিন

   

দেশের দুই কোটি মানুষ এখনো ঠিকমতো খেতে পায় না [পুনঃ পোস্ট]

আমি একজন অলস মানুষ। কথা বেশি বলি। কাজ করি কম। তবে নিজের পায়ে হাটি। রাজধানীতে এক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’র পরিচালক শাহ্দীন মালিক বলেছেন - দেশের দুই কোটি মানুষ এখনো ঠিকমতো খেতে পায় না।

তারা তত দিন খেতে পাবে না, যত দিন সাংসদেরা দুই কোটি টাকার গাড়িতে চড়বেন অনেক দিন পর একটা মনের মত কথা শুনলাম। আর একটু যোগ করতে চাই। আর কি কি কাজ থেকে বিরত না থাকলে এ দেশের না খাওয়া মানুষের সংখ্যা আরও বাড়বে - ১। দপ্তর নেই, কিন্তু মন্ত্রী থাকলে। (যদিও কোনও বিবেকবান মানুষের দ্বারা এভাবে পদ ধরে রাখা সম্ভব না) ২।

যতদিন পর্যন্ত অনায়াসে কালো টাকা সাদা করা যাবে। (একমাত্র এই কারনে প্রতিনিয়ত দেশে আয়কর দেয়ার প্রবনতা অনেক কমে যাচ্ছে) ৩। মহোদয়দের বিলাস বহুল বিদেশ ভ্রমন (একজনের জায়গায় দশ জন যায়) ৪। পদ্মা সেতুর মত বড় বড় কাজে, কাজ শুরু হওয়ার আগেই মহোদয়রা নিজেদের পকেট ভর্তি শুরু করবেন। ৫।

সাধারন মানুষের করের টাকা থেকে চার হাজার কোটি টাকা লুটপাট করার পরও অর্থমন্ত্রী বলবেন, এ তেমন কিছুনা। ৬। শেয়ার বাজারে মহোদয়দের মহান হস্তক্ষেপ থাকলে। ৭। দেশের ইলিশ সহ যাবতীয় দেশীয় পন্য অবৈধ ভাবে বিদেশে পাচার হবে।

৮। দেশে খুন, হত্যা, রাহাজানি সহ সাংসদ গুম, সাংবাদিক দম্পতির রহস্য জনক মৃত্যু বিডিআর বিদ্রোহে ৭০ জনের বেশি সেনা কর্মকর্তার হত্যার পরও যখন স্বরাষ্ট্র মন্ত্রী, স্বাধীনতা থেকে এযাবৎ পর্যন্ত সকল স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যে সফলতম মন্ত্রীর উপাধি পাবেন। ৯। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্যে রক্ত দিবেন। আর দুর্নীতিবাজদের পদত্যাগ চাইলে তাদের নামে চুরির মামলা দিবে, সরকারী দলের ক্যাডার দিয়ে লাঞ্ছিত করবেন ।

১০। সংসদে গিয়ে সাংসদরা দেশের কথা না বলে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করবেন। ১১। যতদিন সকল প্রকার নিয়োগ এবং সকল দাপ্তরিক কাজে ঘুষ বানিজ্য চলবে, একের পর এক নিয়োগ কেলেঙ্কারি হবে। (সাত হাজার টাকার বেতনের চাকরির জন্যে মাননীয়দের দিতে হয় প্রায় ৩ লক্ষ্য টাকা) ১২।

যতদিন বিদেশে কর্মরত শ্রমিকরা বিদেশে যাওয়া থেকে শুরু করে দেশে ফেরার সময় পর্যন্ত, নিজের দেশের এম্বেসি থেকে শুরু করে দেশের বিমান বন্দরে লাঞ্ছনা, হয়রানীর শিকার হতে থাকবেন। আর মাননীয়রা দাঁত কেলিয়ে বলবেন আমাদের রেমিটেন্স বাড়ছে । ১৩। যতদিন গার্মেন্টস শ্রমিকদের রক্ত চুষে মালিক পক্ষ ডলার এর পাহাড় গড়বেন। ১৪।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেদার আইন ভঙ্গ করে দেশের অপরাধ জগতকে চাঙ্গা করার কাজে যতদিন লিপ্ত থাকবেন। হ্যাঁ ঠিক তত দিন এ দেশে না খাওয়া মানুষের সংখ্যা বাড়বে। বাড়তে থাকবে। একদিন আমাদের এসব দুর্নীতিবাজ মাননিয়রাও না খাওয়ার ব্যাথা পাবেন। আর সেদিন তাদের আত্ম চিৎকার শুনার মত কোনও মানুষ পাওয়া যাবেনা।

এখনও স্বপ্ন দেখি। এখনও নতুন সূর্যের অপেক্ষায় থাকি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.