আমাদের কথা খুঁজে নিন

   

একটি সুস্থ গতিশীল ও দায়িত্বশীল ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে বরাবরের মতই ব্লগারদের সহযোগীতা কামনা করছি

নোটিশবোর্ড প্রিয় ব্লগার, শুভেচ্ছা নিন। গত ২২শে সেপ্টেম্বর, শনিবার মধ্যরাতে হযরত মুহাম্মদ ( সাঃ ) এর ভাবমূর্তি ক্ষুন্ন করে একজন ব্লগার যে হীন কার্যকলাপ প্রকাশ করেছে তা সকল মানদন্ডেই সামাজিকভাবে অগ্রণযোগ্য এবং সকল অর্থেই আক্রমনাত্মক। আমাদের প্লাটফর্ম বাক স্বাধীনতার যে মানদন্ড মেনে চলে এই পোস্ট কোনভাবেই তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ বিষয়ে ব্লগার সহ সমস্ত ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয় মানুষের সাথে আমরা সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ একই রকম মর্মাহত এবং শতভাগ সহমত পোষন করি। ছুটির দিন হলেও পুরো বিষয়টি আমাদের নজরে আসে সকাল ৮টার পর এবং এরপর আমরা দ্রুত সেই ব্লগারের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেই।

তার হীন পোষ্টটি মুছে ফেলে তার পুরো একাউন্ট ব্যান করা হয়। এরই সাথে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ এবং সুস্থ ব্লগীয় পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এই ব্লগে ২৪/৭ মডারেশন নেই, উপরন্তু যে কোন ব্লগার সরাসরি পোস্ট করতে পারে। রাতের বেলা বলে এই পোস্টটি মুছে ফেলতে আমাদের দেরী হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতিতে কিভাবে দ্রুত ব‍্যবস্থা নেয়া যায় তা নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা ও পরিকল্পনা করছি। একটি অপপ্রচার এবং হিংসাত্বক কার্যকলাপের প্রতিবাদ/প্রতিরোধে কোনভাবেই আরেকটি অপপ্রচার এবং হিংসাত্বক কর্মকান্ড গ্রহণীয় হতে পারেনা।

এ বিষয়ে সাধারণভাবে সকলের সহমত ও সহযোগীতা আমরা সবসময়ই পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো আশা করি। কয়েকটি ভুলবোঝাবুঝির অবসান করার জন্য কিছু নির্দিষ্ট বিষয়ে একটু কথা বলা জরুরী: ক) মধ্যরাতে প্রকাশিত উক্ত জঘন্য পোস্টটি কোনভাবেই হাইলাইটেড /নির্বাচিত/ বা স্টিকি হিসেবে ছিল না। এটা অপপ্রচার, গুজব হিসেবে ছড়নো হয়েছে। আমরা যথাসম্ভব দ্রুততার সাথে আমাদের সিস্টেম পর্যবেক্ষণ করে দেখেছি এবং এই দাবীর পক্ষে কোন সত‍্যতা পাইনি। খ) ব্লগ মডারেটর অর্থাৎ যাদের পোস্ট/ইউজার ডিলিট বা ব‍্যান করার সুবিধা আছে তারা হাতে েগাণা কয়েকজন তাই সাথে সাথেই পোস্ট মোছা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।

পোস্ট নির্বাচিত পাতায় নেয়া একটি ভিন্ন পদ্ধতি। এতে মডারেটরের উপস্থিতি বা সুবিধার দরকার হয় না। ব্লগারদের দেয়া “ভাল লাগলো" -এর উপর ভিত্তি করে এই সিলেকশন হয়। তাই মডারেটর উপস্থিত না থাকলেও এই পোস্ট নির্বাচিত পাতায় যুক্ত হতে থাকে। গ) পোস্ট নির্বাচক সম্পর্কে আগেই আমরা বলেছি যে পোস্ট নির্বাচকরা হলেন সেইসব ব্লগারদের মাত্র কয়েকজন যাঁদের ব্লগীয় আচরণ বিবেচনা করে, তাঁদের সম্পূর্ণ সম্মতি ও আগ্রহে একটি স্বেচ্ছাসেবীর দল যাঁরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সময় দেন।

তাঁরা কেবল দায়িত্বশীল ব্লগার মাত্র। এ জন্যে কোন নির্দিষ্ট রুটিন/বাধ্যবাধকতা নেই। মডারেটরের যৌক্তিক অনুপস্থিতির সুযোগ নিয়ে অতীতেও বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার গভীর রাতে উদ্দীপক পোস্ট দিয়ে কোন অসৎ এবং স্বার্থান্বেষী ব্লগাররা সহিংসতা ও অস্থিরতা তৈরির প্রচেষ্টা চালিয়েছে। অত্যন্ত নোংরা ও উদ্দেশ্য মূলক ঐ পোস্টটি বরাবরের মতই মধ্যরাত/ছুটির দিন বেছে নেয়া হয়েছে। যাতে তা সহজে মডারেশন টিমের নজরে না আসে এবং কমিউনিটি অস্থির করতে যথেষ্ট সময় ও সুযোগ পাওয়া যায়।

এরকম ক্ষেত্রে ব্লগারদের সহনশীলতায় আমরা কৃতজ্ঞ থাকব। যেকোন অনভিপ্রেত পরিস্থিতিতে আমাদের রিপোর্ট করুন, সঠিক ব্যবস্থা নেবার জন্য আমাদের সময় দিন। বাক স্বাধীনতার সদ্বব্যবহার করুন। এই প্ল্যাটফর্মটি আপনার দায়িত্বশীলতায় সমৃদ্ধ করুন। সবার মঙ্গল হোক শুভ ব্লগিং সামহোয়্যার ইন ব্লগ টিম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.