আমাদের কথা খুঁজে নিন

   

টমেটো ভিসা

সৃজনাল ভিসা প্রথমে বলি এগ্রিকালাচার নয় শব্দটা হবে এগ্রিকালচার। এগ্রিকালচার ভিসা এবং ব্যঙ্গকরে টমেটো ভিসা, আলু ভিসা বলা হয়। এই বলে কোন ভিসার পদ্ধতি নেই ইতালীতে। এগ্রিকালচার বা টমেটো, এগুলো নিরক্ষর এবং বাংলাদেশীদের না বুঝে দেয়া নাম। প্রকৃত নামটা হচ্ছে ইতালীয়ান শব্দে Stagionale (স্তাযোনালে) ইংরেজিতে হচ্ছে Seasonal (সৃজনাল)।

যেমন হলিডেমেকার ইউ কে, হলিডেমেকার নিউজিল্য-, হলিডেমেকার কানাডা ইত্যাদি, তেমনি ইতালীর’ও স্তাযোনালে/সৃজনাল ভিসা পদ্ধতি আছে যাকে আমরা এগ্রিকালচার ভিসা বলি। ইউকে হলিডের পদ্ধতি হচ্ছে কেউ যদি গ্রিষ্মের ছুটিতে তাদের দেশে খ- কালিন কাজ করতে চান তদারেকে যোগ্যতার ভিত্তিতে এই ভিসা দেয়া হয় এবং ভিসা প্রর্থিকে তার নীজ দেশে আবস্তানরত ঐ দেশের দাুতাবাসে আবেদন করে ভিসা নিতে হয়। শর্ত হচ্ছে নিদৃষ্ট সময়ের (২ বছর ভিসার মেয়াদ) মধ্যে আপনাকে আবশ্যই আপনার দেশে ফেরত আসতে হবে। তেমনি ইতালীতে’ও একই পদ্ধতিতে এই সৃজনাল ভিসা ইস্যু করা হয়, তবে এখানে কোন যেগ্যতার প্রয়োজন হয় না। যে কোন ব্যক্তি বা প্রতিষ্টান দেশী আথবা বিদেশী যাই হোক সারকারকে রিতীমত এবং নিদৃষ্ট পরিমান কর দিয়ে আসছে সে’ই ঐ সৃজনাল ভিসার জন্য আবেদন করতে পারবে এবং আবেদন কারী তার ইচ্ছেমত ব্যক্তিকে আনতে পারবে, যেখানে যোগ্যতা আভিজ্ঞতার কোন দরকার নেই, আসার পর আপনি যে ধরণের কাজ পারেন নীজ দায়ীত্বে খুজে নিয়ে করতে পারেন।

নিয়ম হচ্ছে নিদৃষ্ট সময়ের (৬ মাস ভিসার মেয়াদ) মধ্যে আপনাকে আপনার দেশে অবশ্যই ফেরত যেতে হবে, যদিও আজও কোন বাংলাদেশী এই ভিসায় এসে ফেরত যায়নি। বাংলাদেশ থেকে যেসব লোক প্রতিনিয়ত বিভিন্ন দেশে আসছে তার সিংহ ভাগই যোগ্যতাহীন, অন’অভিজ্ঞ ও বেশীর ভাগ’ই শিক্ষাহীন। হোক অবৈধ পথে, হোক পামানেন্ট বা অস্থায়ী ভিসায় নিয়ে আসা। এখানে (ইতালীতে) এক শ্রেণীর দালাল আছে যারা এই ভিসা (সৃজনাল) গুলো সংগ্রহ করে খেত খামারের কাজ বলে প্রচার করে ৮/১০ লাখ টাকায় বিক্রি করে এখানে এনে সারকারী নথিপত্রহীন (সোজেরনো বা থাকার অনুমতি বিহীন) ভাবে ছেড়ে দেয় যার ফলে ৬ মাস পরে অবৈধ হয়ে ঘুরে বেড়ায়। এখানে বলা চলে এই সৃজনার ভিাসার যোগ্য আমরা নই, মুলত ইউরোপের অন্য সব দেশের লোকরাই এর যোগ্য।

বিশেষ করে ইউনিভারসিটির ছাত্র ছাত্রীরা গ্রীষ্মের ছুটিতে দেশ ভ্রমন সহ ঐ সৃজনাল কাজ করতে যায় অভিজ্ঞতা অর্জনের জন্য। এতে তাদের একঢিলে তিন পাখি মারার মত ঘটনা হয়। এক ছুটিতে বেড়াতে যাওয়া নতুন দেশ দেখার জন্য, দুই কিছু উপার্যন হয়, তিন ভিন্ন ধরণের অনেক অভিজ্ঞতা হয় যা তার ভবিষ্যত কর্মে ফলাতে পারে তদুপরি দেশের সেবায়ও ভুমিকা রাখে। সেখানে আমরা শিক্ষাহীন অন’অভিজ্ঞ বাংলাদেশীরা দালালের ফাঁদে পড়ে, ইতালিতে এসে বিভিন্ন সমস্যায় পড়ি এবং সমস্য সৃষ্টি করি, যার ফলে দেশের বদনাম ছাড়া কিছুই হয় না। এবং উপর্যপুরি যা হয় তা তো দেখতে পেলেন।

ভুল বলা, শোনা, যানা এবং সবসময ভুল পথে চলা। mar7bd আয়নায় বন্ধুর মুখ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.