আমাদের কথা খুঁজে নিন

   

যৌবন আমার লাল টমেটো

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। কিছুদিন আগে গান হুনলাম , "অঙ্গে আমার আগুন জ্বলে " - বইন তোর অঙ্গে আগুন জ্বলে তো হাসপাতাল এর বার্ণ ইউনিট এ যা . . একবার চিন্তা করেন কারো অঙ্গে আগুন জ্বলতাসে আর সে আনন্দে নাচতাসে !! আর নাইলে শীতে অনেকে কষ্ট পাইতাসে তাগো কাছে যা . . তারা তোর অঙ্গের আগুন পোহাইয়া যদি শীত কমাইতে পারে । এরপরে শুনলাম "যৌবন আমার লাল টমেটো " - টমেটো তো শীতকালীন সব্জি । বুঝলাম না হেতের যৌবনকাল কি খালি শীতকালেই থাকে নাকি !! আইজকা যা শুনলাম সেইটা পুরাই উরাধুরা । কইতাসে "আমি গরম চা , আমায় ফুটিয়ে খা " - বইন তুই গরম চা কেমনে বুঝলাম না । এইডাও বুঝলাম না গরম চা আবার ফুটামুই বা কেন !!বাদ দে . . তুই খালি আমারে এইটুক বুঝা তোরে ফুটাইলে কি বলগ উঠবো ?! কেমনে কি?? আমারে তুই বুঝা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।