আমাদের কথা খুঁজে নিন

   

দেশের জন্য লজ্জা ,মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লিপস্টিক সঙ্গে কানের দুল চুরি করে সুরাইয়া বেগম শুধু দেশকে লজ্জায় ডুবাননি বাংলাদেশী প্রবাসীদের এখন পদে পদে কথা শুনতে হবে

কাঁঠাল পাকুক আর নাই পাকুক আজ জ্যৈষ্ঠ মাস , গরমে করি খালি হাঁসফাঁস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লিপস্টিক সঙ্গে কানের দুল চুরি করে সুরাইয়া বেগম শুধু দেশকে লজ্জায় ডুবাননি বাংলাদেশী প্রবাসীদের এখন পদে পদে কথা শুনতে হবে। সবচেয়ে বড় কথা তার জন্য তিনি অনুতপ্ত নন বরং বলছে ষড়যন্ত্রের শিকার। তিনি ভুলে গেছেন এটা বাংলাদেশ নয়, প্রবাসে আইনের কার্যকর যথাযত। এখানে (নিউজার্সি) হলে তো উনাকে জেলে যেতেই হতো। তার সামান্য এই চুরির কারণে আমরা যে কতটুকু সম্মান হারালাম তা হয়ত তিনি নিজে ও জানেন না।

...... ((উল্লেখ্য গত ২৮ থেকে ৩১ মে মালশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্ব মাতৃস্বাস্থ্য সম্মেলন। তাতে বাংলাদেশ থেকে অংশ নেয় ৭২ সদস্যের এক বিশাল প্রতিনিধিদল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন নেতৃত্ব দেন দলটির। এতে অন্যদের মধ্যে ছিলেন নার্সিং কাউন্সিল অব বাংলাদেশের রেজিস্ট্রার সুরাইয়া বেগম। সম্মেলন শেষে তিনি কেনাকাটা করতে সেখানকার একটি শপিং মলে যান।

এটা-সেটা কিনে রাখতে থাকেন ট্রলিতে কিন্তু দুল আর লিপস্টিক পছন্দ করে সেগুলো ট্রলিতে না রেখে ঢুকিয়ে ফেলেন নিজের ব্যাগে। পে- না করে বাইরে বের হতে গেলে ধরা পরে যান ))। @ রোমানিয়া (মার্কিন প্রবাসী বাংলাদেশী) [সংগৃহীত] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.