আমাদের কথা খুঁজে নিন

   

রয়্যাল ওন্টারিও মিউজিয়ামের ডাইনোসর প্রদর্শনী।

প্রবাসী মিউজিয়ামের বাংলা জাদুঘর হলেও কিন্তু সেখানে না থাকেন কোন জাদুকর বা দেখানো হয় কোন জাদু । খুব ছোট বেলাতে মা’র কাছে কোলকাতার ভারতীয় জাতীয় যাদুঘরের গল্প শুনে দিন গুনতাম কবে বড় হয়ে এই আশ্চর্য্য জিনিসগুলো দেখব। তারপর অনেক বছর কেটে গেছে। প্রথমবার যখন ঢাকায় এলাম সেবারেই সময় করে ঘুরে এসেছিলাম শহীদুল্লাহ হলের পেছনের পুরানো অবস্থানে বাংলাদেশের জাতীয় যাদুঘর। তারপর আরো অনেক বছর কেটেছে।

দেশ বিদেশ ঘোরার সাথে সাথে আমার দেখা যাদুঘরের সংখ্যাও বেড়েছে। কানাডার বৃহত্তম মিউজিয়াম টোরোন্টোর “রয়াল ওন্টারিও মিউজিয়াম” দু বছর আগে একবার ঘুরে এলেও, আবার গেলাম অল্প কিছুদিন আগে কারন এবারে মিউজিয়ামের বাড়তি আকর্ষন ছিল ডাইনোসরদের উপর প্রদর্শনী। ২৫ কোটী বছর আগের লিস্ট্রোসরাস ডাইনোসরের মাথার খুলি। ২৫ কোটী বছর আগের গাছ গ্লসপ্টেরিসের জীবাশ্ম। ১ লক্ষ বছর আগের গ্লিপ্টোডনের চামড়ার প্রকৃত জীবাশ্ম।

হেরেরাসরাস- ২৩ কোটি ৯০ লক্ষ বছর আগের ট্রায়াসিক যুগের প্রথম দিকের ডাইনোসর। ইওর‍্যাপ্টর- ২৩ কোটি বছর আগের ডাইনোসর সদৃশ দু পায়ে লাফিয়ে চলা তৃনভোজী প্রানী। প্রেস্টোসুকুস- আদিমতম ডাইনোসরদের এক প্রজাতি। ২৩ কোটী বছর আগে ট্রায়াসিক যুগে বাস করত এই প্রানী। এরা ছিল সর্বভুক।

ক্রাইলোফোসরাস- ১৯ কোটী বছর আগে জুরাসিক যুগের আন্টার্কটিকায় বাস করত এই ডাইনোসরেরা। এটি শিশুর কঙ্কাল। এরা আরো অনেক বড় হয়ে থাকে। ক্রাইলোফোসরাসেরর মাথার খুলি- প্রকৃত জীবাশ্ম। ম্যাসোস্পন্ডাইলাস- ১৯ কোটি বছর আগের এই ডাইনোসরদের ছিল লম্বা লম্বা কশেরুকা ।

সেখান থেকেই এদের এই নাম। ডিমসহ বাচ্চা ডাইনোসরের প্রকৃত জীবাশ্ম। দক্ষিন আফ্রিকা থেকে সংগৃহিত জুরাসিক যুগের গোড়ার দিকে ১৯ কোটি বছর আগের । ম্যাসোস্পন্ডাইলাস এর মাথার খুলি, ১৯ কোটি বছর আগের প্রকৃত জীবাশ্ম। মালাওয়ি সরাস- আফ্রিকা মহাদেশের মালাওয়িতে পাওয়া তৃনভোজী এই ডাইনোসরেরা বাস করত জুরাসিক যুগের গোড়ার দিকে।

এদের ওজন হত ৫টন পর্যন্ত এবং লম্বায় ৩০ ফুট অবধি। নাইজেরোসরাসের মাথার খুলি। সুকোমিমাসের কঙ্কাল- এরা ডাইনোসর নয় বরং আদিম যুগের কুমীর সদৃশ প্রানী। সুকোমিমুসের দাত এবং নখ। কারকারোডন্টোসরাসের মাথার খুলি।

এরা ছিল মাংশাসী এবং গন্ডোয়ানার অপর মাংশাসী ডাইনোসর জাইগান্টোসরাস বা উত্তরের লরেশিয়ার টাইরেনোসরাস রেক্স এর সমগোত্রীয়। মাথার খুলি ছিল ৫ ফুট লম্বা। আলজেরিয়ার সাহারা মরুভুমিতে পাওয়া। উরানোসরাস- পাখির মত পা ওয়ালা এই ডাইনোসরেরা বাস করত ক্রেটাসিয়াস যুগের গোড়ার দিকে ১১ কোটী বছর আগে। মাজুঙ্গা সরাসের ঘাড় এবং মাথার প্রকৃত জীবাশ্ম।

৭ কোটী বছর আগে ক্রেটাসিস্যাস যুগে বাস করত এই ডাইনোসরেরা। সিমো সুকুস- মাদাগাস্কারে পাওয়া এই প্রানী ছিল ডাইনোসর থেকে সম্পুর্ন পৃথক। সিমো সুকুস শব্দের অর্থ হল নাক বোচা কুমীর। ডাঙ্গায় বাস করা এই প্রানীরা ছিল তৃনভোজী। মাদাগাস্কারে পাওয়া ক্রেটাসিয়াস যুগের ডাইনোসরের কশেরুকার প্রকৃত জীবাশ্ম।

কার্নোটরাসের কঙ্কাল। ৭ কোটী বছর আগে ক্রেটাসিয়াস যুগের শেষের দিকের ডাইনোসরদের মাথায় ষাড়ের মত শিং থাকত। টাইরেনোসরাস রেক্স এর কংকাল। টাইরানী বা নৃশনসতা থেকে পাওয়া এই নামের ডাইনোসরেরা ছিল ভয়ংকর মাংশাসী প্রানী। দক্ষিন আমেরিকার আর্জেন্টিনায় পাওয়া জাইগ্যান্টোসরাসের কঙ্কাল।

এরা ছিল মাংশাসী। ফুটালোনকোসরাস-( Futalognkosaurus ) পৃথিবীর বৃহত্তম প্রানীদের একটি ছিল এই ডাইনোসরাসেরা । ফুটালোনকোসরাস শব্দের অর্থ হল "অতিকায় প্রধান টিকটিকি" ১১০ ফুট লম্বা হত এরা এবং ওজন হত ৬০টন অবধি। ২০০০ সালে আর্জেন্টিনায় আবিস্কৃত হয় এই ডাইনোসরদের জীবাশ্ম। ৮ কোটি বছর আগে ক্রেটাসিয়াস যুগে বাস করত এই ডাইনোসরেরা।

ফুটালনকোসরাসের কঙ্কাল। সৌজন্য- রয়্যাল ওন্টারিও মিউজিয়াম, টোরোন্টো,কানাডা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।