আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা শাখা): হিসাব বিজ্ঞান

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility গুরুত্বপূর্ণ তত্ত্বীয় প্রশ্নাবলিঃ হিসাববিজ্ঞান প্রথম পত্র হিসাববিজ্ঞানের প্রাথমিক ধারণাঃ হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও। এর গুরুত্ব আলোচনা কর। হিসাববিজ্ঞান কাকে বলে? এর উদ্দেশ্যাবলি বর্ণনা কর। হিসাববিজ্ঞান কি? হিসাববিজ্ঞানের সুবিধাবলি আলোচনা কর। হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষণের মধ্যস্থিত পার্থক্য সংক্ষেপে বর্ণনা কর।

‘‘হিসাববিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়ই’’-এই উক্তিটি ব্যাখ্যা কর। ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাববিজ্ঞানের ভূমিকা বর্ণনা কর। হিসাববিজ্ঞানের কার্যাবলি বর্ণনা কর। হিসাববিজ্ঞানের পরিধি/আওতা বর্ণনা কর। হিসাবঃ হিসাব কি? হিসাব কয় প্রকার? উদাহরণের সাহায্যে প্রত্যেক শ্রেণীর হিসাবের বর্ণনা দাও।

হিসাবের শ্রেণীবিভাগের উদ্দেশ্যাবলি বর্ণনা কর। বিভিন্ন ধরণের হিসাবখাত প্রস্তুত করার সুবিধাসমূহ উল্লেখ কর। হিসাবচক্রঃ হিসাবচক্র কি? হিসাবচক্র-এর ধাপসমূহ বর্ণনা কর। দু’তরফা দাখিলা পদ্ধতিঃ দু’তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝ? এর সুবিধাগুলো বর্ণনা কর। দু’তরফা দাখিলা পদ্ধতি কি? দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি/বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

"দু' তরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত হিসাবব্যবস্থা"-ব্যাখ্যা কর। অথবা, দু'তরফা দাখিলা হিসাব পদ্ধতিকে একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা বলা হয় কেন? লেনদেনঃ লেনদেনের সংজ্ঞা দাও। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। অথবা, লেনদেন কাকে বলে? কোন ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? কারবারি লেনদেন কি? এর পাঁচটি উদাহরণ দাও। লেনদেন কাকে বলে? বিভিন্ন দৃষ্টিকোণ হতে লেনদেনের প্রকারভেদগুলো উল্লেখ কর।

লেনদেনের দ্বৈতসত্ত্বা বলতে কি বুঝ? লেদেনের দ্বৈতসত্ত্বা কিভাবে নির্ধারণ করা যায়? আধুনিক লেনদেনের সংজ্ঞা দাও। এর প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? ‘‘সব লেনদেনই ঘটনা কিন্তু সব ঘটনাই লেনদেন নয়’’- ব্যাখ্যা কর। ডেবিট নোট ও ক্রেডিট নোট বলতে কি বুঝ? চালান কী ? এর একটি নমুনা দেখাও। জাবেদাঃ জাবেদা কি? জাবেদাকে সহকারী বই বলা হয় কেন? জাবেদার সংজ্ঞা দাও। জাবেদা বই সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

জাবেদার শ্রেণী বিভাগঃ জাবেদার শ্রেণী বিভাজন কি? জাবেদার শ্রেণীবিভাগের ফলে লব্ধ সুবিধাগুলো সংক্ষেপে আলোচনা কর। সহকারী হিসাব বহি (বই) বলতে কি বুঝায়? বিভিন্ন প্রকার সহকারী হিসাব বহির সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রকৃত জাবেদা কাকে বলে? প্রকৃত জাবেদায় কি কি ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? খতিয়ানঃ খতিয়ান কি? খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয় কেন? খতিয়ানের শ্রেণীবিভাগ দেখাও। খতিয়ানের গুরত্ব আলোচনা কর। হিসাবের উদ্বৃত্তকরণ বলতে কি বুঝ? বিভিন্ন শ্রেণীর খতিয়ান উদ্বৃত্তের তাৎপর্য ব্যাখ্যা কর।

নগদান বইঃ নগদান বই কাকে বলে? নগদান বইয়ের গুরুত্ব আলোচনা কর। নগদান বইয়ের উদ্বৃত্ত দ্বারা কি বুঝায়? নগদান বই সর্বাবস্থায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কেন? কারবারী বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য নির্ণয় কর। খুচরা নগদান বই কাকে বলে? অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই সংরক্ষণের তাৎপর্য ব্যাখ্যা কর। রেওয়ামিলঃ রেওয়ামিল কাকে বলে? রেওয়ামিল প্রস্ত্তত করা হয় কেন?/রেওয়ামিল প্রস্ত্ততের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। রেওয়ামিলের উভয় পার্শ্বের যোগফল সমান হলেই কি হিসাবের চূড়ান্ত শুদ্ধতা প্রমাণিত হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

অনিশ্চিত হিসাব কি? ইহা কেন প্রস্ত্তত করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণীঃ ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্ত্ততের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ব্যাংক হিসাবের সমন্বয়কারী বিবরণ কেন এবং কিভাবে প্রস্ত্তত করা হয়? চূড়ান্ত হিসাবঃ উদ্বর্তপত্র প্রস্ত্তত করার উদ্দেশ্য বর্ণনা কর। /উদ্বৃত্তপত্র কেন প্রস্ত্তত কর হয়? উদ্বৃত্তপত্র কি? উদ্বৃত্তপত্রের উভয় দিক মিলে যায় কেন? একতরফা দাখিলা হিসাব পদ্ধতিঃ একতরফা দাখিলা পদ্ধতি কি? এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায়? এর অসুবিধাসমূহ আলোচনা কর। একতরফা দাখিলা হিসাব ব্যবস্থায় কিভাবে লাভ-লোকসান নির্ণয় করা হয়? বিষয় বিবরণী ও উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্য দেখাও।

বিবিধঃ ভ্যাট কি? কোন্ সালে বাংলাদেশে ভ্যাট চালু হয়? হিসাব সংক্রান্ত ধারণা ও প্রথার মধ্যে পার্থক্য নির্ণয় কর। হিসাববিজ্ঞানের নীতিমালাগুলো সংক্ষেপে আলোচনা কর। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি? এটি কিভাবে হিসাবভুক্ত করা হয়? মূলধন ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর। মূলধন ও মুনাফার মধ্যস্থিত পার্থক্য এত গুরুত্বপূর্ণ কেন?/মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ধারণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। মূলধন জাতীয় আয় কি? কারবার প্রতিষ্ঠানের আয়-ব্যয় নির্ধারণের নীতিসমূহ বর্ণনা কর।

সমন্বয় জাবেদা কাকে বলে? এর প্রয়োজনীয়তা আলোচনা কর। হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিনিময় বিল বিনিময় বিল কি? বিনিময় বিল কত প্রকার ও কী কী?/বিভিন্ন প্রকার বিনিময় বিলের নাম লিখ। বিনিময় বিলের বৈশিষ্ট্যগুলো লেখ। বিনিময় বিলের সুবিধাসমূহ/গুরুত্ব বর্ণনা কর। বিনিময় বিলের পক্ষসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

অর্থসংস্থানকারী বিনিময় বিল বলতে কি বুঝ? এটি কেন প্রস্ত্তত করা হয়? বিনিময় বিলের প্রত্যাখ্যান বলতে কী বুঝ? বিনিময় বিলের প্রত্যাখ্যান কত প্রকার ও কী কী? কি কি পরিস্থিতিতে বিনিময় বিল প্রত্যাখ্যান হতে পারে? বিনিময় বিলের স্বীকৃতি বলতে কি বুঝ? কত উপায়ে বিনিময় বিল স্বীকৃতি হতে পারে? বিনিময় বিলের নবায়ন কাকে বলে? কিরূপ পরিস্থিতিতে একটি বিনিময় বিল নবায়ন করা হয়? বিনিময় বিলের অনুমোদন কি? অনুমোদনের শ্রেণীবিভাগ আলোচনা কর। প্রাপ্য বিল ও প্রদেয় বিল বলতে কি বুঝ?এদের মধ্যে পার্থক্য দেখাও। কারবারি বিনিময় ও উপযোগ বিনিময় বিলের মধ্যে পার্থক্য লিখ। অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিময় বিলের মধ্যে পার্থক্য আলোচনা কর। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বুঝ? মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান ও অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য বর্ণনা কর।

প্রাপ্তি ও প্রদান হিসাব হতে কিভাবে আয়-ব্যয় হিসাব তৈরি করতে হয়? প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। আয়-ব্যয় হিসাব কি? এটি কিভাবে প্রস্ত্তত করা হয়? মূলধন তহবিল কি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল কিভাবে নির্ণীত হয়? অনাদায়ী ও অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনা বলতে কি বুঝ? ইহা কিভাবে হিসাবভুক্ত করা হয়? সঞ্চিতি ও ভবিষ্যত ব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণনা কর। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি কি? কিভাবে ইহা হিসাবভুক্ত করা হয়? অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণের উদ্দেশ্য/প্রয়োজনীয়তা বর্ণনা কর। ‘‘অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের একটি অন্তর্দায়’’-ব্যাখ্যা কর। অবচয় হিসাব অবচয় কাকে বলে? অবচয় ধার্যের উদ্দেশ্য বর্ণনা কর।

অবচয় কি? অবচয় ধার্য করার কারণসমূহ বর্ণনা কর। অবচয় ধার্য করার প্রয়োজনীয়তা/গুরুত্ব বর্ণনা কর। অবচয় ধার্যের পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর। /অবচয় ধার্যের যে কোন দুটি পদ্ধতি আলোচনা কর। অংশীদারী কারবারের হিসাব অংশীদারী চুক্তিপত্র কি? অংশীদারী চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালা ও আইনের বিধান বর্ণনা কর।

অংশীদারগণের মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা কর। অংশীদারদের মূলধন হিসাব ও অংশীদারদের চলতি হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর। স্থায়ী মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে পার্থক্য কী? লাভ লোকসান আবন্টন হিসাব বলতে কি বুঝ? উহা কিভাবে প্রস্ত্তত করা হয়? অংশীদারদের উত্তোলন হিসাব কি? কিভাবে উত্তোলনের সুদ হিসাবভুক্ত হয়? অংশীদারদের চলতি হিসাব কি? কিভাবে ইহা প্রস্ত্তত করা হয়? ‘‘চুক্তিই অংশীদাররি ব্যবসায়ের ভিত্তি’’-ব্যাখ্যা কর। উৎপাদন ব্যয় হিসাব উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা দাও। উৎপাদন ব্যয় হিসাবের সুবিধা/প্রয়োজনীয়তা/গুরুত্ব আলোচনা কর।

উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যসমূহ বর্ণণা কর। উৎপাদন ব্যয় হিসাবের কার্যাবলি সংক্ষেপে বর্ণণা কর। উৎপাদন ব্যয় কি? উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর। উৎপাদন ব্যয় বিবরণী কি? ইহা কেন প্রস্ত্তত করা হয়? বিন কার্ড ও মাল খতিয়ান বলতে কি বুঝ? এদের মধ্যে পার্থক্য দেখাও। মজুরি ও বেতন মজুরি ও বেতন বলতে কি বুঝ? মজুরি ও বেতনের উপাদানসূহ কি কি? মজুরি ও বেতন হতে কি কি কর্তন করা হয়? মজুরি ও বেতন কিভাবে হিসাবভুক্ত হয়? মজুরি ও বেতন বিবরণী বলতে কি বুঝ? এগুলোর প্রস্ত্তত প্রণালী ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।

যৌথ মূলধনী কারবারের হিসাব শেয়ার কাকে বলে? এর শ্রেণীবিভাগ বর্ণনা কর। যৌথমূলধনী কারবারের শেয়ারের শ্রেণীবিভাগ দেখাও। বিভিন্ন শ্রেণীর শেয়ার মূলধনের বর্ণনা দাও। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের পার্থক্য নির্ণয় কর। অনাদায়ী/বকেয়া তলব ও অগ্রিম তলব বলতে কি বুঝ? এগুলো কিভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়? অবহারে ও অধিহারে শেয়ার ইস্যুকরণ বলতে কি বুঝ? কিভাবে এগুলো হিসাবের বইতে লেখা হয়? শেয়ার বাজেয়াপ্তকরণ এবং বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি কি? কিভাবে এদের হিসাবভুক্ত করা হয়? অনুপাত বিশ্লেষণ অনুপাত কি? অনুপাত বিশ্লেষণ-এর সীমাবদ্ধতাগুলো কি কি? অনুপাত বিশ্লেষণ কিভাবে আর্থিক বিবরণীসমূহকে বিশ্লেষণে সহায়তা করে? অনুপাত বিশ্লেষণ বলতে কি বুঝ? অনুপাত বিশ্লেষণের গুরুত্ব আলোচনা কর।

বিনিয়োজিত মূলধন কি? এটা কিভাবে নির্ণীত হয়? তরল অনুপাত কি? এটি কেন বিশ্লেষণ করা হয়? চলতি ও তরল অনুপাত কি? এগুলোর তাৎপর্য লিখ। সংক্ষিপ্ত টীকা লিখঃ অনুগ্রহ দিবস; নোটিং চার্জ (নথিভুক্ত ব্যয়); বিনিময় বিলের বাট্টাকরণ; বিনিময় বিলের অনুমোদন; অব্যবসায়ী প্রতিষ্ঠান,মূলধন তহবিল; অনুদান, আজীবন সভ্যের চাঁদা; উইলকৃত ধনদৌলত; অংশীদারদের চলতি হিসাব, অবচয়; ক্রমহ্রাসমান জের পদ্ধতি; অবিরত মজুদ পদ্ধতি; রূপামত্মর ব্যয়;কার্যারম্ভপত্র; অবলেখকের দস্ত্তরি; প্রাথমিক খরচ, বিলিকৃত মূলধন, তফসিল ১১; সম্ভাব্য দায়; মূলধন সঞ্চিতি, শেয়ার ও ঋণপত্র; অগ্রাধিকার শেয়ার; অগ্রিম তলব; প্রসত্মাবিত লভ্যাংশ; অদাবীকৃত লভ্যাংশ, শেয়ার বাজেয়াপ্তকরণ,মহার্ঘ ভাতা, চলতি/কার্যকরি মূলধন, বিনিয়োজিত মূলধন। সংগ্রহ ও ধন্যবাদান্তে Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.