আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার দাড়িপাল্লা, আস্তিকতা, নাস্কিকতা এবং মডারেটর ও পোস্ট সিলেক্টর এবং মাহমুদুল হাসান কায়রো।

Love does not just sit there, like a stone: it has to be made, like bread, remade all the time, made new. জানি না ছোট মুখে বড় কথা বলছি কি না। তবে গতরাতে ব্লগ থেকে লগড আউট হয়েছিলাম খেতে যেতে। পরে যখন এলাম দেখতে নিজের ব্লকে অফ লাইনে দেখতে ততক্ষণে সার্ভার কাজ করেনি। খুবই অস্থির লাগছিলো। নতুন জেনারেল হয়েছি তাই নিজের দেওয়া নতুন পোস্ট দেখতেও ভালো লাগছিলো।

কিন্তু যখন ব্লগে ঢুকতে পারলাম ততক্ষণে সামহোয়্যারে আগুন জ্বলছে! হ্যাঁ , আগুনই জ্বলছে বলবো। ব্লগার দাঁড়িপাল্লা: আপনি নাস্তিক তাতে আমদের কোন মাথা ব্যাথা নেই। বিশেষ করে আমার। হয়তো বলবেন দুইদিনের বরৈাগী, ভাতেরে কয় অন্ন...হ্যাঁ, আমি বৈরাগী দুই দিনের হতে পারি তবে আমার ধর্মীয় সংস্কার কিন্তু দুইদিনের নয়। তা যেই ধর্মেরই হই না কেন।

আপনি আপনার নাস্কিকতা প্রথমে নিজের ঘর থেকে শুরু করেছেন তো?! ওই যে কথায় বলে না Charity begins at home নাকি কিবোর্ডেই এসব চাপরবাজি! আগে নিজের বাবা-মা, ভাই-বোনদের সাথে এসব চাপরবাজি মেরে এসেছেনতো?! বিয়ের সময় ...মানে নাস্কিরদের কি আলাদা করে ধর্ম মেনে তো বিয়ে করার প্রয়োজন পরে না। নাকি গাছের টা খাচ্ছেন আবার তলারটাও কুরাচ্ছেন?! আপনাকে আস্তিকরা আঘাত করলেই আপনি পাল্টা আঘাত করতে পারেন। অন্যথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নিজের বিকৃত মানসিকতারই পরিচয় দিবেন। আস্তিকতা: স্রষ্টায় বিশ্বাসী যে কোন ধর্মের লোকদের প্রতিই রয়েছে আমার শ্রদ্ধা ততক্ষণ পর্যন্ত যতোক্ষণ পর্যন্ত তারা তা নিয়ে মিথ্যে ব্যাখ্যা করে বাহাদূরী না করছে। তবে ধর্ম নিয়ে রাজনীতি করলে তা যে ধর্মেরই হোক তাদের জন্য রইলো একদলা থু থু।

নাস্তিকতা: যারা নাস্তিক তাদের বলছি- আপনারা স্রষ্টায় বিশ্বাসী না তাতে আমার কোন মাথা ব্যাথা নেই। আপনি আপনার মতো থাকুন আমি আমার মতো থাকি। অযথা অন্যের বিশ্বাস, ধর্ম নিয়ে চুলকিয়ে নিজেকে জাহির করতে আসবেন না। আপনাকে আমি আঘাত করলেই আমাকে আঘাত করতে পারেন। এছাড়া আপনার সাথে বন্ধুত্বেও আমার কোন সমস্যা নাই।

উদার মানসিকতার লোকজনকে আমি বরঙ পছন্দই করি। তবে শোনেন- ওই যে বললাম Charity begins at home -সেটা যেন মনে থাকে। মডারেটর ও পোস্ট সিলেক্টর অনেককেই বলতে দেখছি মডারেটররা রাতে দাড়িপাল্লার পোস্টের পরও পোস্ট সিলেক্ট করেছে তাদের কাছে প্রমাণ আছে। এখানে দুঃখ পেয়েছি সিনিয়র ব্লগারদের চিন্তা-ভাবনায়। কারণ ফিউশন ফাইভের এই পোস্টে ২৩৬ নম্বর মন্তব্যে জানা বলেছেন ...ব্লগাররাই পোস্ট সিলেক্ট করেন।

আর সাধারণ পোস্ট সিলেক্টর ব্লগাররা যে মডারেটর নয় তা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কাজেই পোস্ট সিলেক্টরকে মডারেটর ডাকার কোন মানে দেখি না। আর মডারেটরকে শ্রদ্ধা নিয়েই বলছি, আপনারা কয়জন আছেন টিমে মডারেট করতে আমি জানি না। তবে ১/২ জন হলে ২৪ ঘন্টা ডিউটি করা সম্ভব না হলেও সাধারণ ব্লগাররা কি জানায় নি আপনাদের? তবে দাড়িপাল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতো দেরী করলেন কেন?!!! যেখানে ইউটিউব বন্ধ হয়ে গিয়েছিলো সেখানে যদি এসব ফালতু পোস্টের জন্য সামু বন্ধ হয়ে যায় তার দায়ভার কি এড়াতে পারবেন? দুঃখ পেয়েছি জানা-র ছবি ফটোশপে এডিট করে জঘন্যভাবে পোস্ট দিতে। দাড়িপাল্লাকে বলছি, আপনার মতো ব্লগাররের জন্য জানাকে এমন জঘন্য কথা শুনতে হয়েছে।

অথচ এই জানা-র পরিশ্রমের প্লাটফর্মেই নিজেকে জাহির করতে পেরেছিলেন। আপনি পারবেন এর দায়ভার নিতে? পারবেন না। আপনারা পারেন না। মাহমুদুল হাসান কায়রো শ্রদ্ধায় আমার মাথা নুয়ে গেছে আপনার উপস্থাপনে, প্রতিবাদের ধরণে। আশাকরি আপনি এবার আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।

আপনি আসলেই সেরা। বরং বলি আপনি সেরাদের সেরা। তবে শেষে বলি ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কেউ কোন কিছু বলেই তার ব্যক্তিত্বকে খাটো করতে পারবেন না। কারণ তার ব্যক্তিত্ব আপনার আমার মতো কচু পাতার পানি নয়। নিকের বয়স এখনও দুইমাসও হয় নি।

ছোট মুখে বড় অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.