আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা-১

১. "মনের শহর ছেড়ে আমি ভীন গাঁয়েতে থাকি। মনকে তাই মনের ঘরে বন্দি করে রাখি।" ২. “আনন্দ তা সঙ্গী নিয়ে সারা বেলা থাকুক, দুঃখটা মোর একলা হয়ে সারা সন্ধ্যা ডাকুক।" ৩. “অনেক দিলে ব্যাথা, অনেক পেলাম শোক, অনেক দিন পরে আজ একটু প্রণয় হোক।” ৪. “কলম কিংবা অস্ত্র কোনটি ধরা সোজা? একেক সময় মনে হয়- জীবনটা এক মস্ত বড় বোঝা।” ৫. “রং,তুলি আর ছবি; এই তিনটে বুঝতে পেলে আমি হতেম কবি।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।