আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো রং পেন্সিল

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। এক মুঠো রং পেন্সিল তোমার হাতে দিলেম তুলে, আমাকে রাঙিয়ে দাও তুমি চিন্তা-চেতনায়-মননে; আমি ধুসর হয়ে যাচ্ছি ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু পৃথিবীর টানে, অতনুর বিষধারার আকর্ষণ বিপিনে হারায় সংগোপনে। শরতের সাদা মেঘ আকাশের চাতাল বেয়ে উড়ে যায়, ক্রমশঃ সরে যায় দূর থেকে দূরে অজানা পাহাড়ের দেশে; এদের সাথে ভেসে বেড়ায় আমার ইচ্ছা-স্বপ্ন-ভালোবাসা, মৃন্ময়তা আমার সুর তোলেনা জলাঙ্গীর পাড়ে এসে। রাতের গহীন অন্ধকারে চোরাবালিময় পথ বেয়ে চলি, নিশানার ধ্র“বতারা ঢেকে গেছে অদৃষ্টের কালো মেঘে; শুধু তুমিই আছো একা উষ্ণতার প্রভাময় প্রদীপ জ্বেলে, রাঙাতে পারো শ্রেষ্ঠ সুখীদের মতো- তোমার আবেগে। এই নাও লেখনী আমার,রক্তের মসি ভরে দিলেম নিবে, তোমার বিস্তৃত জমিনে লিখে রাখো দাসখত পরোয়ানা; প্রতীতিময় ভালোবাসার অঙ্কুরোধগম হোক তোমার হৃদয়ে- ফুলে ভরে উঠুক পৃথিবী, নদীতে হোক জলের আনাগোনা। ১৮ ভাদ্র, ১৪১৯।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।