আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথা

CONNECTION FAILED ছেলেটির একলা দুপুর কাটে চিলেকোঠার ছাদে গিটার হাতে ওই দূরে গাঙচিলের ডানায় রেখে চোখ। ছেলেটির দুচোখ জুড়ে স্বপ্ন পোড়ে চুপিসারে তাই গলায় বাজে হারানো সুরের শোক। ছেলেটির গান শুনে মেঘেরা যায় থেমে, ঝর ঝর বৃষ্টি হয়ে অঝোর ধারায় নামে। সেই ছেলেটি বিকেল বেলায় একলা হেঁটে হারায় বালুচর সীমানায় যেনো খুঁজে নিতে চায় সেই ফেলে আসা দিন। দিন শেষে ছেলেটির ঘরে সন্ধ্যা ভীড় করে নিঝুম আঁধারে যেনো ঢেকে দেয় চেপে থাকা যত কষ্টের বীন। ছেলেটির গান শুনে মেঘেরা যায় থেমে, ঝর ঝর বৃষ্টি হয়ে অঝোর ধারায় নামে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।