আমাদের কথা খুঁজে নিন

   

পুকুর সোনা

আমার ছোট্ট পুকুর শোন কি মিষ্টি রে তুই, তোর মাঝে তে ঝাঁপিয়ে আমি, আনন্দে গা ধুই। তোর বুকেতে ঘুরে ফিরে, কত শত প্রাণ, গাছ বাঁচে তোর পানি পিয়ে ফুলেরা পায় ঘ্রান। শিরি নামের বক্‌ বিছিয়ে নিস কাছে তুই টেনে, দেহের মনের নোংরা মুছিস পরম যতনে। তোর বুকের এই জল দিয়ে তোই মেঘ বাঁচিয়ে রাখিস, ওই আশারেই আবার যে তুই পূর্ণ হবি দেখিস। পুকুর শোন তোই যে আমার খুব ও আদরের, রাখবো তোকে খুব যতনে বাসবো ভালো ঢের। তবু, সোনা মনে রাখিস খুকু ছোট্ট অতি, তোর কাছেতে এলে পরে করিস্না তুই ক্ষতি। রাখবো তোকে গাছে মাছে সারাজীবন ধরে, থাকিস রে তুই আমার পাশে এই জনম টি ধরে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।