আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের গল্প বলি শোনো!

আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়। এক দুই তিন, তোমাদের আমি মনে মনে গুনে দেখি প্রত্যেক বার যখন তোমরা আমার সামনে এসে বসো- আমি ভুলে তোমাদের যেতে পারিনা তাই বার বার পরখ করতে চাই আমার দৃষ্টির কোনও দ্বিত্বতা এসে গেলো কি না! আমার ভালোবাসারা মরে যায়নি, যদিও কোনও এক দুর্বিসহ বিভৎস আত্মাকে আমি নিবেদন করেছিলাম আমার পবিত্রতা; সে শুধু আমায় চিনিয়ে গেছে কিভাবে হৃদয় মুচড়ে প্রেমহীন করতে হয়- আমি বিশ্বাস হারিয়ে ছিলাম সবচেয়ে বাস্তব সত্ত্বার উপরে; সে পাপের যে প্রায়শ্চিত্ত একটাই- ভালোবাসা: তোমাদের তাই আমি গুনি এক দুই তিন। তোমাদের জন্যে আমার হাজার হাজার উপদেশ আছে জমা, তোমাদের জীবন আমি উপদেশের ভারে নিশ্চল করে দিতে পারি- তাহলে আমার ভালোবাসা রাখার জায়গা থাকবে না কোথাও, তোমাদের নিশ্বাস নিতে কষ্ট হবে খুব- সেই অসহ্য সময় যেন না আসে কখনো! তাই আমি তোমাদের ভালোবাসা যেনো আরও শক্তিশালী হয় তাই চাই। তোমরা দেখবে যে ভালোবাসা সস্তায় পাওয়া যায় তারা শুধু মোড়কেই রঙিন সুন্দর। তোমরা দেখবে সংযমীরাই সুখ পায় বেশি। তোমরা দেখবে, বিশ্বাসের মূল্য বিশ্বাসই অন্য কোনও কিছু নয়। তাই উপদেশ নয়, তোমাদের কিছু গল্প বলি শোনো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.