আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে ভারোত্তোলন প্রতিযোগিতায় সেনাবাহিনী

মনোরঞ্জন রায়, মাঈনুল ইসলাম, আবদুল্লাহ আল-মোমিন ও ফরহাদ আলীকে নিয়ে গড়া সেনাবাহিনীর ভারোত্তোলন দল রোববার রওনা দিয়েছে। দলের কোচ ও ব্যবস্থাপকের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম। ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, “অর্থ সঙ্কটের কারণে ফেডারেশনের পক্ষে এই প্রতিযোগিতায় দল পাঠানো সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহযোগিতা পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই সেনাবাহিনীকে পাঠানো হয়েছে।

” ইগার কিংস কাপ থাইল্যান্ডের জাতীয় ক্রীড়া আসর। এই প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়। দেশ ছাড়ার আগে মনোরঞ্জন রায় জানিয়েছেন, “কোন্-কোন্ দলের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তা এখনো জানি না। তবে থাইল্যান্ডে নিজেদের সেরা পারফরম্যান্স করতে চাই। ” ৭৭ কেজি ওজন শ্রেণীতে মনোরঞ্জন রায়, ৮৫ কেজিতে মাঈনুল ইসলাম, ৯৪ কেজিতে আবদুল্লাহ আল-মোমিন এবং ১০৫ কেজিতে ফরহাদ আলী অংশ নেবেন ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.