আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল বিশ্বে কক্সবাজারের প্রতিচ্ছবি হওয়ার স্বপ্ন দেখছে বাবু আর শাফায়েত

শুধু বাংলাদেশ নয়, আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, পর্তূগালের ক্রিস্টিয়ানো রোনালদো আর ইংল্যান্ডের রুনিদের মত সারা পৃথিবীর ক্রীড়া জগতে জনপ্রিয় তারকা খেলোয়াড় ও ফুটবল বিশ্বে কক্সবাজারের প্রতিচ্ছবি হওয়ার আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছে সৈকত নগরীর দুই ক্ষুদে ফুটবলার। যারা বেড়ে উঠেছে সাগরের লোনাজল ও সৈকতের বালিয়াড়ির সাথে যুদ্ধ করে। নাম তাদের মোঃ ইব্রাহীম বাবু আর শাফায়েত হোসেন মুন্না। পাড়ার মাঠ থেকে ইংল্যান্ডের মাঠে খেলতে যাওয়ার আশায় এয়ারটেল রাইজিং স্টারস-এ সারাদেশের ৬০ হাজার প্রতিযোগী থেকে সেরা ১২ জন ক্ষুদে ফুটবলারের চুড়ান্ত তালিকায় নিজেদের নাম লিখিয়ে ইংল্যান্ডের ম্যানচেষ্টার ক্লাবের মাঠে খেলতে যাওয়ার টিকিট হাতে নিয়ে তারা আজ বড় বেশি গর্বিত। তাই জীবনের অর্জন সেই প্রাপ্তি পুরো কক্সবাজারবাসীর জন্য উৎসর্গ করে দিয়েছেন ক্ষুদে তারকা বাবু এবং শাফায়েত।

১৮ সেপ্টেম্বর দুপুরে তারা কক্সবাজারের সর্ব প্রথম অনলাইন পত্রিকা কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর সাথে এক বিশেষ সাক্ষাৎকার দেয়। সিবিএন এর বিশেষ প্রতিবেদক আহসান সুমন এ সাক্ষাৎকারটি গ্রহন করেন। ওই সময় প্রতিবেদকের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় উঠে আসে পর্যটন নগরীরর গর্বিত এই দুই সন্তানের অজানা অনুভুতি আর বেড়ে উঠার পেছনে না বলা কিছু কথা। মোঃ ইব্রাহীম বাবু কক্সবাজার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা মোটর সাইকেল মেকানিকে মোঃ ইলিয়াছের আদরের সন্তান। তার মায়ের নাম কাউছার আকতার।

৪ ভাই ১ বোনের মধ্যে বাবু ২য়। কক্সবাজার প্রি-ক্যাডেট মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ ইব্রাহীম বাবু যখন ৫ম শ্রেনীতে পড়তো তখন থেকেই খেলাধুলার প্রতি ছিল তার অনেক দুর্বলতা। আর সেদিনের ছোট্ট বাবুর আদো আদো দুর্বলতা আজ তাকে বিশাল সফলতায় পৌঁছে দিয়েছে। তাই খুশির মুহুর্তে জীবনের শিক্ষাগুরুদের কোন ভাবেই ভুলতে পারছেনা দেশসেরা এই ক্ষুদে তারকা ফুটবলার। যার আকাশ ছোঁয়া স্বপ্ন সে একদিন বিশ্ব খ্যাতিমান আর্জেন্টাইন ফুটবল তারকা মেসিদের পাশে নিজের নাম লিখাবেন।

আজকের বাবু হিসেবে গড়ে উঠার পেছনে কাদের অবদান খুব মনে পড়ছে এমন এক প্রশ্নের জবাবে ইব্রাহীম বাবু জানায়, ফেনীর দীপক স্যারের কাছ থেকে প্রথম ফুটবল প্রশিক্ষন নিয়ে খেলার জগতে যাত্রা শুরু হয়। এরপর কক্সবাজার স্টেডিয়ামের খোরশেদ আংকেল, কক্স সিটি এফসির অধিনায়ক বড় ভাই মাসুদ,খালেদ ভাই, জাহেদ ভাই, বিপ্লব ভাই, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন স্যার ও ডিএফএর সভাপতি জাহেদ উল্লাহ যারা চট্টগ্রাম রাউন্ডে যেতে আমাদের সবাইকে খুব বেশি সহযোগীতা করেছেন। আজ এমন খুশির মুহুর্তে মহান আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া এবং আমার ফুটবল গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অপরদিকে অনেকটা বন্ধু বাবুর মতই নিজের অভিমত প্রকাশ করেছেন সেরা ১২ জনের তালিকায় ২য় স্থান অধিকার অর্জনকারী শাফায়েত হোসেন মুন্না। সে কক্সবাজার পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

যার বাবাও একজন সাধারণ জেলে। কিন্তু তার স্বপ্নও আকাশ ছোঁয়া। যে কিনা একদিন অনেক বড় মানের বিশ্ব খ্যাত তারকা ফুটবলার হওয়ার জন্য একবুক আশা নিয়ে এগিয়ে চলেছে আগামীর পথে। ২০০৯ সাল থেকে ফুটবল জগতে তার পদার্পন। সেই থেকে হাটি হাটি পা-পা করে শাফায়েত বর্তমানে অনুর্ধ্ব ১৫ তে জাতীয় দলের খেলোয়াড় এবং কক্সবাজার জেলা দলের অধিনায়ক।

তাছাড়া গরীব ঘরে জন্ম নেয়া অসহায় এই ক্ষুদে ফুটবলারের অল্প দিনের কৃতিত্বের কথা জানতে চাইলে শাফায়েত অনেকটা হাসি মুখে জানায় তার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে চলমান জীবনের গল্প। এয়ারটেল রাইজিং স্টারস এর প্রথম পর্ব থেকে শুরু করে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত বিভাগীয় ফাইনালে সাহসের সাথে অধিনায়কত্ব করেছে শাফায়েত। এবং তারা শুরু থেকে অপরাজিত চ্যাম্পিয়নই ছিল। সেই সাথে আগামী ২৮ সেপ্টেম্বর ভারতে অনুষ্টিতব্য অনুর্ধ্ব ১৫ দলের হয়ে অংশ নেয়ার কথা রয়েছে শাফায়েতের। তাছাড়া ন্যাশনাল কক্স ও জেলা লীগে অনেকদিন ধরে ফুটবল যুদ্ধ চালিয়ে আসছে বলে জানায় এই ক্ষুদে ফুটবলার।

যে কিনা সংসারের অভাব আর দারিদ্রতার কোষাগারে বেড়ে উঠতে গিয়ে প্রতিনিয়ত হাজারো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। তবুও অসহায়ত্বকে প্রশ্রয় না দিয়ে জীবনে অনেক বড় বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে মোটেও ভুল করছে না জেলে পরিবারের এই দ্রোহী সন্তান। আজ দরিয়া পাড়ের ইব্রাহীম বাবু এবং শাফায়েত দু’জনই মনে অসীম সাহস ও চেতনায় বুক ভরা স্বপ্ন লালন করে এগিয়ে চলছে বহুদুর। সেই স্বপ্ন বাস্তবায়নে এখানকার ফুটবল প্রেমি সব মানুষের দোয়া আর অফুরন্ত ভালবাসাই তাদের জীবন চলার পথে পাথেয় হতে পারে বলে মনে করছে এই দুই নক্ষত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.