আমাদের কথা খুঁজে নিন

   

যৌনতা অভিশাপ নাকি আশির্বাদ ? আপনার চিন্তাধারা শেয়ার করুন

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । আমার নিজের অভিমত হচ্ছে , ১৮-২০ বয়সের মধ্যেই নারী-পুরুষের বৈবাহিক যৌন সম্পর্ক আশির্বাদ কিন্তু বিয়ে করতে দেরী হলেই সেটা অভিশাপ হয়ে দেখা দেয় । তখন যৌনতা নিয়ন্ত্রন করতে থাকে মানুষ কে , একসময় সমাজে সাইকো-সেক্স এর সংখ্যাও বাড়তে বাড়তে রেপ , ইভটিজিং , পতিতা বৃত্তি মহামারী আকার ধারন করে । আরেকটা ব্যাপার আমি মনে করি সমগোত্রীয় এর মধ্যে বিবাহ সম্পর্ক তৈরী না করে ভিন্ন গোত্রের মধ্যে সম্পর্ক করলে এতে সমাজে একতা তৈরী হয় আর জাত পাত উঠে যায় । বহুগামীতে অভ্যস্ত মানুষ কে কিভাবে পারিবারিক কাঠামোতে প্রবেশ করান যায় ? নাকি তাদের সিঙ্গেল জীবন একধরনের সামাজিক বৈচিত্র ? সমগোত্রীয় এর মধ্যে বহুগামীতা চরম ভাবে নিষিদ্ধ করলে সমাজে এর ভাল প্রভাব পরবে কিনা? ভিন্ন গোত্রে বহুগামীতার অনুমোদন দিলে পতিতা বৃত্তি উঠে যাবে কিনা ? যৌনতা নিয়ে লুকোচুরি কিংবা ভণ্ডামীর অবসান কিভাবে ঘটান যায় ? বিঃদ্রঃ সমগোত্রীয় বলতে একি ধর্ম কিংবা ভাষার গোত্র কে বোঝান হচ্ছে । যেমন বাঙ্গালী জাতি , মুসোলমান জাতি ইত্যাদি । যৌনতা অভিশাপ নাকি আশির্বাদ ? আপনার চিন্তাধারা শেয়ার করুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।