আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসক সালমার খুনিকে মৃত্যুদণ্ড

নিজের জন্য সব গ্লাণী, সবার জন্য ভালোবাসা। রাজধানীর মুগদাপাড়ার রওশন আরা হাসপাতালের চিকিৎসক সালমা পারভীন ওরফে মনি হত্যা মামলার একমাত্র আসামি মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মোস্তাফিজুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ২৬ জুলাই এ মামলার যুক্তিতর্ক শেষ হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০০৯ সালের ২১ জুলাই দুপুরে চিকিৎসক সালমা হাসপাতালে দায়িত্ব পালনকালে আসামি মোস্তাফিজুর প্রেমের প্রস্তাব দেন। সালমা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে মোস্তাফিজুর তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে সালমাকে আঘাত করেন। এতে সালমা মারা যান। উজ্জ্বলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। সালমার মামা মো. শামীম হোসেন এ ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় হত্যা মামলা করেন।

আসামি উজ্জ্বল পরে আদালতে সালমাকে খুন করার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর মামলাটির তদন্ত শেষে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক একমাত্র আসামি মোস্তাফিজুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দেন। লিংক-http://www.prothom-alo.com/detail/date/2012-09-18/news/290532 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.