আমার আমি , নয়তো শুধুই আমি 1. রিচার্ড রাইট : তিনি একাধারে পিয়ানিস্ট , কিবোর্ডিষ্ট , কম্পোজার ,গীতিকার এবং বিশ্ববিখ্যাত ব্যান্ড "পিঙ্ক ফ্লয়েড" এর একজন কর্ণধার । তিনি সমৃদ্ধিসহকারে সংযোগ করতেন এক শব্দ আধ্যাত্বিক স্তর যা ছিল একটি অত্যাবশ্যক উপাদান এবং একটি পিঙ্ক ফ্লয়েড এর শব্দ স্বতন্ত্র বৈশিষ্ট. ।
2. জন লর্ড : ব্রিটিশ কম্পোজার , পিয়ানিস্ট এবং হ্যামন্ড অরগান প্লেয়ার এবং ডীপ পার্পাল ব্যান্ড এর একজন মেম্বার । ক্লাসিকাল স্টাইল এবং ব্লুজ ঘরানার মিউজিশিয়ান। ২০১১ সালে তিনি ডক্টর অফ মিউজিক উপাধি পান ।
3. জর্ডান রুড্স : ১৯৫৬ সালে জন্ম নেওয়া এক ইহুদী কিবোর্ডিষ্ট । ১৯৯৭ সালে বিশ্বসেরা প্রগ্রেসিভ রক ব্যান্ড ড্রীম থিয়েটার এ যোগ দেন। তিনি বেশ সুপরিচিত তার অসাধারন ফিঙ্গারিং স্টাইল , দ্রুত গতির প্লেয়িং , অদ্ভুত সাইকেডেলিক কম্পজিসন এবং টেকনিকালি কিবোর্ড কর্ডিং এর জন্যে । তিনি ই উদ্ভাবন করেন আই-প্যাড মিউজিক এ্যপ " মরফিজ" ।
4. রিক ওয়েকম্যান : একজন ব্রিটিশ কিবোর্ড প্লেয়ার ।
অসাধারন বাজানোর স্টাইল , ক্ষিপ্রমান এবং দ্রুতগতির বাজানোর জন্যে তিনি সুপরিচিত । তিনি দীর্ঘদিন "ইয়েস" ব্যান্ড এর মেম্বার ছিলেন।
5. টমাস হলোপেইনেন : আমার মোস্ট ফেবারিট একজন কিবোর্ড প্লেয়ার । তিনি বিখ্যাত ফিনিশ ব্যান্ড নাইটউইশ" ব্যান্ড এর ফাউন্ডার মেম্বার । আমাকে যদি সেরা দশ এর তালিকা করতে বলা হত , আমি ইনাকে ১ নম্বরে রাখতাম , তিনি একাধারে গীতিকার ,কম্পোজার , কিবোর্ডিস্ট ।
তার অসাধারন মনোমুগ্ধকর গানের কম্পোজিশন এবং গানের লেখার স্টাইল তাকে অন্যান্য কিবোর্ডিস্ট থেকে আলাদা করে । অদ্ভুত ফ্যান্টাসি স্টাইল প্লেয়িং ,অর্কেস্ট্রা টাইপ কম্পোজিশন এবং রোমাঞ্ছকর শব্দ পরিবেশন তাকে সেরা দশের তালিকায় বিশেষ স্থান দিয়েছে ।
6. টনি ব্যাঙ্কস : একাধারে কম্পোজার এবং মাল্টি ইন্সট্রুমেন্টালিষ্ট। এবং জেনেসিস ব্যান্ড এর কিবোর্ড প্লেয়ার। তিনি বিভিন্ন কিবোর্ড ইন্সট্রুমেন্ট দিয়ে রোমাঞ্ছকর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করতেন।
7. কেভিন মোর : ড্রীম থিয়েটার এর একজন এক্স কিবোর্ডিস্ট । এই ব্যান্ড কে উপরে তোলার পিছনে তার যথেষ্ট অবদান ছিল ।
8. কেথ ইমারসন : অন্যান্য কিবোর্ডিস্ট দের সাথে কেথ ইমারসন কে সেরা দশের তালিকায় রাখা হয় তার টেকনিকালি প্লেয়িং স্টাইল এর জন্যে ।
9. জেনি ওয়ারম্যান : ফাস্ট স্টাইল প্লেয়িং এর জন্যে বিক্ষ্যাত এবং চিল্ড্রেন অফ বডোম এর কিবোর্ডিস্ট জেনি ওয়ারম্যান ।
10. ডেভ ব্রায়ান : প্রথমে তিনি একজন ট্রাম্পেট প্লেয়ার ছিলেন , পরে একাধারে কিবোর্ড এবং পিয়ানোবাদক হিসেবে পরিচিতি পান ।
তিনি দীর্ঘসময় জন বন জভি এর ব্যান্ডে কিবোর্ডিস্ট হিসেবে বাজিয়েছেন । অত্যান্ত ট্যালেন্টেড কীবোর্ড বাদক হিসেবে বেশ সুপরিচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।