দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। ১. আছো মহা সুখে টেকনোলোজির বুকে, পুরুন প্রিয়ার হাতটি ছেড়ে খুজছো নতুন করে, এসে ফেস-বুকে। ২. ইটিশ পিটিশ লটর পটর যাচ্ছে জ্বলে আদি মটর টেকনো প্রেমের ঘটর ঘটর সুন্দুরীরা মডারেটর। ৩. বসে আছো ইস্টিশনে ওপেন পেইজ মাল্টি ফোনে। ৪. দেখছো বসে, কার স্টাট্যাস ভিষন রকম ভাল, কে লিখল নতুন করে তুমি আমার, এই জীবনের আলো। ৫. এই জন্মে জন্ম নিলে রবি ঠাকুর, ফেস বুক কাব্য লিখে বাজিয়ে দিতেন সুন্দরীদের হৃদয় নূপুর। ৬. গভীর রাতে বাবার ধমক কড়া, এই নিশিতে করছিস কি হত’চ্ছাড়া..? ৭. লেখা পড়ার ব্যাপার নিয়ে বাবার সাথে দন্দ, তুমিতো ভাই দিনে রাতে ফেসবুকে অন্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।