পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
হ্যা, শুনতে কেমন কেমন লাগলেও এটাই এখন সত্যি। মিশরের বিপ্লবের অন্যতম প্রশংসার দাবিদার ফেসবুকের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং ঐতিহাসিক এই বিপ্লবকে স্নরণীয় করে রাখতেই নিজ কন্যা সন্তানের নাম রাখলেন ''ফেসবুক''।
ভদ্রলোকের নাম ''জামাল ইব্রাহিম'। অতএব কন্যার নাম, ফেসবুক জামাল ইব্রাহিম'।
ঘটনাটি প্রকাশ করেছে, মিশরের সবচেয়ে পুরাতন দৈনিক 'আলআহরাম'।
বলাবাহুল্য, মিশরে বিক্ষোভের পুর্ব পর্যন্ত সে দেশে পাঁচ মিলিয়ন ফেসবুক ইউজার ছিল। এখন তা বেরে কয়েকগুন হয়ে গিয়েছে।
শুধু ২৫ই জানুয়ারির পর থেকে এই পর্যন্ত নতুন গ্রুপ খুলা হয়েছে ৩২০০০ আর নতুন পেজ খুলা হয়েছে ১৪০০০।
মজার ব্যাপার হলো, মিশরীয় সরকারও এখন সরকারি ভাবে ফেসবুক ব্যাবহার শুরু করেছে তরুনদের কর্মকান্ড সমন্ধে আগাম সংবাদ প্রাপ্তির আশায়।
মিশরীয় বিভিন্ন ব্লগে ও ফেসবুকে দাবি করে বলছে, এই বৎসরের শান্তিতে নোবেল ফেসবুকেরই প্রাপ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।