এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
মানুষজনের মুখে মুখে শুনছি যে আজকে সকালে নাকি ফেসবুক বন্ধ হয়া গেছিলোগা আবার।
আহা! প্রথমবার যখন ফেসবুক বন্ধ হইচিল তখন কতোকিছু পুষ্টাইছি ফেসবুক লয়া। পুরা ১ঘন্টা ৪০মিনিট আমার বুকটা ধড়ফড় করতেছিল ফেসবুকের লিগা। সেই কষ্ট ভাষায় প্রকার করা অসম্ভব! অহন ফেসবুক নিয়া একখান দূঃসংবাদ আছে। সেইটা শুইনা অনেক ফেসবুক প্রেমী হার্টএটাক করতে পারেন। তাই যাদের হার্টে সমস্যা আছে তাদের পোস্টের এইখান থিকাই বিদায় নিতে কইতেছি।
যাওয়ার আগে ইচ্ছা করলে চুপিচুপি একখান মাইনাস দিয়া যাইতে পারেন। এইবার দূঃসংবাদটা দেই ....
"ফেসবুকের সার্ভারে ঠাডা পরছে না কি যেন হইছে! তাই ফেসবুকের সার্ভাস খুব ক্ষতিগ্রস্থ হয়েছে। নতুন সার্ভার বসাইতে যে পরিমাণ টাকা লাগবে তা ফেসবুকের কাছে নাই। তাই তারা ফেসবুকের লোড কমানোর জন্য এবং নতুন সার্ভার বসানোর অর্থের জন্য ফেসবুকের ফ্রি সার্ভিস বন্ধ কইরা দিতেছে। এখন থেকে ফেসবুক ব্যবহার করতে চাইলে ফেসবুককে প্রতি মাসে ১০ডলার কইরা দিতে হইবেক..."
সূত্রের জন্যে আপনারা বহুত লাফালাফি করবেন জানি।
তাই সূত্র দিয়া দিলাম।
সূত্র: দ্যা সান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।