কিছুটা পাগলামো ছাড়া বড় কোন প্রতিভাবানের দেখা মেলে না_ অ্যারিষ্টটল সিলেট এ আজ প্রায় ৪ বছর ধরে আছি। কিন্তু সিলেট এর এত কাছে বাংলাদেশ এর একমাত্র স্বাদু পানির বন আছে জানতাম ই না। অন্য বনের সাথে এই বনের পার্থক্য হচ্ছে এই বনের গাছ বর্ষার সময় পানিতে ডুবে থাকে। বর্ষায় এলে নৌকা নিয়ে নদীতে বনের মধ্যে ঘোরা যায়। গত শুক্রবারে বন্ধুরা মিলে ঘুরে আসলাম।
অস্থির মজা পেলাম। তবে সব থকে মজা পেলাম আজ ( বৃহস্পতিবারে) ঘুরে এসে। আজ সকাল থেকেই সিলেট এ বৃষ্টি ছিল। আমার এক ছোটবেলার বন্ধু সিলেট এ ঘুরতে আসলো। আমার অন্য এক বন্ধু সহ আমরা তিন জন মিলে আজ আবার রাতারগুল থেকে ঘুরে আসলাম।
রাতারগুল ঢোকার আগে নদীতে নৌকা ভ্রমন, বৃষ্টি তে ভেজা, নিরব, নিঝুম পরিবেশ এ বনের মধ্যে প্রবেশ, মাঝে মাঝে ঝুম বৃষ্টি। এর মধ্যে প্রকৃতির কোলে সন্ধ্যা নামলো। পুরো আকাশ মেঘ এ ঢাকা, বাতাস, নদীর তীব্র স্রোত। এক কথায় অসাধারন। জীবনের সেরা সন্ধ্যা উপভোগ করে আসলাম।
আপনিও ঘুরে আসতে পারেন। আশা করি কেউ নিরাশ হবেন না।
কি ভাবে যাবেনঃ নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে CNG করে মটরঘাট যাবেন। ভাড়া নিবে লোকাল গেলে প্রতিজন ৩৫ টাকা আর পুরোটা নিলে ১৮০ থেকে ২০০ টাকা। মটরঘাট থেকে নৌকা ভাড়া পাবেন প্রতি নৌকা ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।
প্রতি নৌকায় ৫ জন বসতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।