বাংলাদেশ 'নার্গিস' থেকে অনেকটাই আশঙ্কামুক্ত । দেখুন মিডিয়া ফর মিডিয়া পরিবেিশত নিউজিট।
ঢাকা, মে ২ (মিডিয়া ফর মিডিয়া)-ঘূর্ণিঝড় নার্গিস হারিকেনের শক্তি নিয়ে মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে যেতে থাকায় বাংলাদেশ এখন অনেকটাই আশঙ্কামুক্ত। শুক্রবার সন্ধ্যায় কিংবা রাতে নার্গিস মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেতের বদলে দু নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিপ্তরের দুপুর পৌনে ২টার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'নার্গিস' পূর্ব দিকে সরে গিয়ে আরও শক্তি সঞ্চয় করে হারিকেনের গতি অর্জন করেছে। এটি আরও জোরদার হয়ে শুক্রবার বিকেল অথবা রাতের মধ্যে মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।