আমরা বাংলাদেশী সাইবার যোদ্ধা ব্ল্যাক হ্যাট হ্যাকার,
দেশের স্বার্থে লড়ছি আমরা নই দালাল বা নই রাজাকার।
আমাদের সংগ্রাম-শপৎ, সোনার বাংলাদেশ গড়ার,
চালিয়ে যাবো যুদ্ধ মোদের, যতদিন না হয় প্রতিকার।
স্বাধীনতার জন্য হারিয়েছি আমরা লক্ষকোটি প্রাণ,
বীর-বীরঙ্গনাদের ত্যাগকে আমরা হতে দেবনা ম্লান।
জাত ধর্ম ভিন্ন মোদের, ভিন্ন মোদের মান,
পরিচয় শুধু বাংলাদেশী, প্রস্তুত দিতে প্রাণ।
জেগে উঠো হে জাতি, দেশের স্বার্থে চল করি প্রতিবাদ,
সকল ষড়যন্ত্র রুখে দিবো আমরা, করে দিবো নস্যাৎ।
আমাদেরই সোনার বাংলা, গড়ব নিজের হাতে,
দেশের স্বার্থে মিলে মিশে আমরা দাড়াবো একসাথে।
অনেক দিয়েছি নিরীহ প্রাণ, সহ্য কত আর,
দেশের স্বার্থে আমাদের শপত, আর দেবো না ছাড়।
আমাদেরই প্রতিবাদ পৌঁছে দিবো, বিশ্ববাসীর কানে,
অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আমরা, উচ্ছাস অগণিত প্রাণে।
বন্ধুর বন্ধু আমরা, শত্রুর শত্রু
এসো দেশবাসী স্বার্থক করি সেসব বাংলা মায়ের অশ্রু।
পিছিয়ে রইবো না, ছাড় দেবো না, শুনো মোদের হুন্কার,
দেশের জন্য লড়ছি আমরা, ব্ল্যাক হ্যাট হ্যাকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।