চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।
আলফ্রেড নোবেল
নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড বার্নাড নোভেল - এর নামানুসারে। নোভেল পুরস্কার প্রাপ্তদের নোবেল লরিয়েট বলা হয়
১.নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে :
i.সাহিত্য ii.পদার্থবিদ্যা iii.অর্থনীতি iv. চিকিৎসাশান্ত্র
v. শান্তি vi.রসায়ন
২.৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪ টি
প্রতিষ্ঠান।
৩.নোভেল পুরস্কার এর জন্য আলফ্রেড নোবেল উইল করে যান ৩১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার।
৪.নোবেল পুরস্কার এর বর্তমান অর্থমূল্য ১ কোটি সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ৭০ হাজার ইউরো বা ১৩ লাখ ৭০ হাজার ডলার , নোবেল পুরস্কার এর
৫.ইতিহাসের সবচেয়ে কম অর্থমূল্য ছিল ১৯২৩ সালে; ১,১৪,৯৩৫ সু্ইডিশ ক্রোনার।
৬. নোবেল পুরস্কার ঘোষণা করা হয়
অক্টোবর মাসে।
৭. প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় ১০ ডিসেম্বর; নোবেল এর মৃত্যু
দিবসে ।
৮.নোবেল পুরস্কার এর ইতিহাসে পুরস্কার দেয়া হয়নি ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সালে ।
৯. পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুস্কার প্রদান করে সুইডিশ একাডেমী অব সায়েন্সেস ।
১০. ২০০৯ পর্যন্ত পদার্থবিদ্যায় নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৮৭ জন।
১১.পদার্থবিদ্যায় সর্বপ্রথম নোবেল পুরস্কার পান উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি)।
১২.পদাথর্থবিদ্যা ও রসায়ন উভয়ক্ষেত্রেই প্রথম নোবেলজয়ী নারী মাদাম কুরি ।
মাদাম কুরি
১৩. পদাথর্থবিদ্যায় নোবেলজয়ী নারী ২ জন।
১৪. পদার্থবিদ্যায় দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব জে.
বার্ডিন ; ১৯৫৬ ও ১৯৭২।
১৫. পদাথর্থবিদ্যায় সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী লরেন্স ব্রাগ(২৫ বছর বয়সে)
১৬.পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়নি ৬ বার :
১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১, ও ১৯৪২ সালে।
১৭. ২০০৯ পর্যন্ত রসায়নে নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৫৬ জন।
১৮.রসায়নে নোবেলজয়ী নারী ৩ জন।
১৯.রসায়নে সবর্বপ্রথম নোবেল পুরস্কার পান জ্যোকে বাস ভ্যাটহফ (নেদারল্যান্ড)।
২০.রসায়নে দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব এফ স্যাঙ্গার (১৯৫৮ ও ১৯৮০)।
২১.রসায়নে নোবেলজয়ী পিতা-পুত্র আর্থার কর্নবার্গ (১৯৫৯) ও রজার ডি কর্নবার্গ (২০০৬)।
২২.চিকিৎসাশান্ত্রে নোবেলজয়ী নারী ১০ জন।
২৩. চিকিৎসা শান্ত্রে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান এ লিফন বিহরিং (জার্মানি) ।
২৪. চিকিৎসাশান্ত্রে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এইচ জি
খোরনা (ভারত) ; ১৯৬৮।
২৫. নোবেল জয়ী প্রথম এবং একমাত্র বাংলাদেশী ড.মুহাম্মদ ইউনূস; শান্তিতে ২০০৬।
ড.মুহাম্মদ ইউনূস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।