আমার একলা আকাশ.... তোমার আমার প্রেম কাব্য থেকে যাক দীঘির জলে আধফোঁটা পদ্ম কলির মতো। অথবা থেকে যাক আবছা আদরে মেঘের ছায়ায় জড়ানো মেঠো চাঁদটার মতো। কোন গাঙ্গচিল যখন উড়ন্ত বলাকা হয়ে, ভেসে যাবে নীল পালক হাওয়ায় উড়িয়ে? তখন না হয়,তোমার নখের আঁচড়ে তিলতিল করে গড়ে উঠা, শব্দের তারাদের বেঁধে দিও হৃদয়ে রাখবো বলে। ঘুম জাগা ঢুলে পড়া রোশনাই সাজিয়ে উঁকি দেবে যখন চাঁদ,যখন ঝিরিঝিরি মাতাল হাওয়ায় দোল খাবে ভালোবাসায় মোড়ানো পাপড়িগুলো? তখন দেখে নিও,পৃথিবী অবাক হয়ে সবুজের আলপনায় রাঙ্গা বধূ সেজে শ্রদ্ধায় মাথা নুইয়ে নেবে দু'জনের না ফোঁটা প্রেম পদ্মটা দেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।