পদ্ম পাতায় নাকি জল লাগে না।
কিন্তু আমার মন তো আর পদ্ম পাতা নয়।
তাই ইচ্ছায় অনিচ্ছায় – কোন এক সময়ে যে বাস্তবতার নদীতে নেয়েছিলাম
তার জল আজো ফোটায় ফোটায় আমার সারা স্মৃতি জুড়ে...
সামান্য আবেগের কিরনেও রাতের তারার মত ঝিলমিল করে আমাকে চমকে দেয়।
আমি হৃত বিহব্বল হয়ে ভাবতে বসি-
সময়টা কেমন ছিল আসলে?
সুখের!... দুক্ষের!...
নাকি নিছক চলে যাওয়া দিন বয়ে যাওয়া সময়...
সত্যিকার অর্থে,
এর উত্তর পাওয়া চলে যাওয়া দিনের মতই...
সত্যিকার অর্থে,
কোন একক অনুভুতি নিয়ে কি কোন ঘটনার জন্ম হয়?
তাইত তোমার সাথে দেখা হওয়াটা
আমার জন্য সুখের .... নাকি দুক্ষের...
আজও বুঝতে পারলাম না।
এতদিন পরেও না..
যখন তোমার সাথে
আর আমার দেখা হয় না.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।