কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
দিলকাড়া সৌন্দর্য পথে যেতে যেতে থমকে দাড়ালাম । নেমে পড়লাম গাড়ী থেকে বাংলার অপরুপ সৌন্দর্য দেখতে যদিও এর পাশ দিয়ে অনেকেই যায় ।
হাতছানী দিয়ে ডাকছিল আমার অতিত । তার অনেক নিকটের একজন ভালবাসা জানালাম এই ছড়িয়ে ছিটিয়ে থাকা পদ্ম ফুলের প্রতি। বাংলার প্রকৃতির এক অবিচ্ছেদ্দ অংশ এই পদ্ম ফুল। যদিও যেভাবে নিম্ন ভূমি ভরাট করা চলছে তাতে আতংকিত হতে হয় । না জানি কবে আবার এই পদ্মফুল দেখতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিট কেটে দেখতে যেতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।