আমাদের কথা খুঁজে নিন

   

না-ফেরার দেশে চলে গেছে আপন মাহমুদ (কালের কন্ঠে প্ররকাশিত মৃত্যু এবং মৃত্যু পরকর্তী বিস্তরিত সংবাদের লিঙ্ক দেয়া হলো)

গতকাল ১২ সেপ্টেম্বর না-ফেরার দেশে চলে গেছে আপন মাহমুদ; তার অকাল মৃত্যু, আমাদের অনেক দীর্ঘশ্বাষের একটা দিন। তরুন বয়সে কেউ যখন চলে যায় এবং তরুণ বয়সে কোনো তরুণ বন্ধুর চলে যাওয়া দেখা আর তাকে নিয়ে কিছু লেখা বা তার স্মৃতিচারন বড় বেদনাদায়। আপন মাহমুদের প্রকাশিত একটি কবিতার বই : ‘সকালের দাঁড়ি কমা’। বের হয়েছে ২০১১ বই মেলায়। বইটিতে মোট কবিতা রয়েছে ৪০টি।

এই সময়ের কবিদের মধ্যে আপনের কবিতা আমার অনেক ভালো লাগে, তার কবিতার ধরণ বেশ সাবলিল। কবিতা নিয়ে আপনের সাথে শেষ কথা হয়েছিল গত বই মেলায়, আপন বলছিল, নিউজ যেমন হয়, তেমন করে কবিতা লেখার কথা, সে-রকম একটা কবিতা লিখেছিলও, সেটা খুব সম্ভব, এই মুহুর্তে আমার যতদূর মনে পড়ে ডেসটিনিতে প্রকাশিত হয়েছিল... কয়েকদিন পরে বড় করে একটা পোষ্ট দেয়ার আশা রইলো। । । ।

ভালো থাক আপন, যেখানেই থাক অনেক ভালো থাক । । । আপন মাহমুদ এই ব্লগের একজন ব্লগারও : Click This Link 'আপন মাহমুদ চলে গেলেন' : কালের কন্ঠে প্রকাশিত মৃত্যু এবং মৃত্যু পরকর্তী বিস্তরিত সংবাদ : Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।