সঞ্জয় মিঠু
প্রায় তিন দশক পরা সৌদি আরবের রাজধানী রিয়াদের মানুষ প্রেক্ষাগৃহে সিনেমা দেখার স্বাদ পেল। গত শনিবার সরকারি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনাহি নামের সিনেমাটি প্রদর্শিত হয়। তবে এতে নারী দর্শকদের জন্য ছিল কড়া নিষেধাজ্ঞা। শুধু পুরুষ ও শিশুরাই সিনেমাটি উপভোগ করেছে। তবে শিশুদের মধ্যে মেয়ে শিশুরাও ছিল।
তিন দশক আগে সৌদি আরব সরকার থিয়েটারে সিনেমা প্রদর্শন ও কনসার্টসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমান সরকারের এই উদ্যোগ পূর্ববর্তী মনোভাব পরিবর্তনে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
‘আজকের সন্ধ্যার সবচে আনন্দঘন মুহূর্ত ছিল এটি’ থিয়েটার থেকে বের হয়ে ২১ বছরের মিসরাফ-আল-সিবাই বলল এ কথা। রোতানা নামের একটি প্রতিষ্ঠান মিনাহি তৈরি করেছে। তবে এতে চুমু খাওয়ার দৃশ্যসহ বেশকিছু দৃশ্য সেন্সর করা হয়েছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।