স্বাগতম
কেমন আছি সৌদি আরবে - উনিশতম পর্ব
অনেকদিন আগে সৌদি আরবের একটি মফস্বল শহর ‘হাফর আল-বাতেন’ গিয়ে ব্যঙ্কে ঢুকেছিলাম। কাউন্টারের সামনে তিনটি লাইনেই সিল কালির প্যাড দেখে আমিতো অবাক!ভাল করে তাকিয়ে দেখলাম বেশিরভাগ সৌদিই টিপসই দিয়ে টাকা উঠাচ্ছে।কেঊ কেঊ আবার পকেটে রাখা সুন্দর সুন্দর কলম আকৃতির নিজস্ব সিল দিয়েও টাকা উঠাচ্ছে।ঐ দৃশ্য দেখেই বুজেছিলাম এদেশে বকলমের সংখ্যা অনেক বেশই।
আর অবাক কান্ড গত পাচ বছরে সেখানে ত্রিশটি নুতন স্কুল তৈরী হয়েছে।আর আমরা সেখানে চারটে হাইস্কুল ভবনের কাজ পেয়ে যাই।এখানে আমাদের তৈরী একটি স্কুলের কিছু ছবি দিচ্ছি,প্রায় সবগুলো স্কুলই একই মডেলের,শুধু ক্লাস সংখ্যা কম বেশী।
স্কুলের ছবি
বয়েজ স্কুলের প্রধান গেট
স্কুলটির জন্য নিজস্ব ট্রান্সফরমার
ছাদ থেকে তোলা ছবি।বসতবাড়ী নেই বললেই চলে,ছাত্র পাবে কোথায়?
ছাত্রদের জন্য ফুটবল মাঠ
ছাত্রদের জন্য ইনডোর গেম বিল্ডিং
পানি সরবরাহের পাম্প রুম
পাশেই পানির রিজার্ভ ট্যাঙ্ক
শক্তিশালি ডুয়েল বুস্টার পাম্প
সাইন্স ল্যাবের জন্য গ্যাসট্যাঙ্ক এবং নিরাপত্তার জন্য স্কুলের বাইরে গ্যাস ট্যাঙ্কের রুম
স্কুলের ভেতর অংশ,এসেম্বলী এরিয়া
করিডোর
ক্লাসরুম
ল্যাবরুমের প্রবেশ পথ
ল্যাবের ভেতরে
অজু করার জায়গা
টয়লেট
ঠান্ডা পানির কুলার
টিফিনের সেড
টিফিনের কিচেন ও সরবরাহকারী স্থান
ইনডোর গেম কমপ্লেকসে প্রবেশ পথ
ভেতরের অংশ
ভেতরে থিয়েটার দেখানোর ব্যাবস্থা
স্কুলের দেয়াল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।