আমাদের কথা খুঁজে নিন

   

মহান আল্লাহ্ ও তার রাসুলের বাণী

আমি একজন নতুন ব্লগার " তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী , ফিনকি দিয়ে বের হওয়া রক্ত শুকরের মাংশ , আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু ,শ্বাস রোধে মৃত পশু , হিংস্র জানয়ার যে পশুর কিয়দাংশ ভক্ষন করেছে ,তবে যেটা তোমরা জবাই করার সুযোগ পাও) লটারির তীর দিয়ে শুভ াশুভ লক্ষন গ্রহন করা । এসব জঘন্য পাপ কাজ । আজ কাফির রা তোমাদের দ্বীনের বিরুদ্ধ আচরনে নিরাশ হয়ে পড়েছে । সুতরাং তাদের ভয় করোনা, বরং আমাকেই ভয় করো । আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম , তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলাম কে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম ।

যদি কেউ ক্ষূদার তাড়নায় অস্থির হয়ে পড়ে , অথচ কোন পাপের আকৃষ্ট না হয় , তবে অই নিষিদ্ধ বস্তু প্রান রক্ষা করা যায় পরিমান খেতে পারবে । আল্লাহ তো পরম ক্ষমাশীল পরম দয়ালু । " সূরা আল-মায়েদা (৩) ..........................। >>>>>>>>>>>>>>>>>>.। >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.......আবূ যর রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলেন: “হে আল্লাহর রাসূল! বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে।

আমরা নামায পড়ি তারাও সেরকম নামায পড়ে, আমরা রোযা রাখি তারা ও সেরকম রোযা রাখে, তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সদকা করে। তিনি বলেন: আল্লাহ্ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সদকাহ্ দিতে পার। প্রত্যেক তাসবীহ্ (সোবহান আল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহমীদ (আলহামদুলিল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ্) হচ্ছে সদকাহ্, প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সদকাহ্ এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদকাহ্। আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকাহ্। তারা জিজ্ঞাসা করেন: হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্খা সহকারে স্ত্রীর সাথে সম্ভোগ করে, তাতেও কি সওয়াব হবে? তিনি বলেন: তোমরা কি দেখ না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে, তখন সে গোনাহ্গার হয় কি না! সুতরাং অনুরূপভাবে যখন সে ঐ কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে।

” (মুসলিম: ১০০৬) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.