আমরা কারো প্রশংসা করলেও তা হয়ে যায় ব্যক্তি আক্রমণ, তাতে ভঙ্গ হয় ব্লগ রুল, ফল সরূপ হয়ে যাই জেনারেল এবং চরম শাস্তি কমেন্ট ব্লগ।
আমি সাধারণত সামুতে দেওয়া মেইল আইডিটির মেইল চেক করিনা। আজ কি যেন মনে করে মেইল চেক করলাম, তখন সামুর সেন্ট করা নিম্নের মেইলটি পাই।
dear blogger,
your post (মহান বুদ্ধিজীবী আহমেদ শরীফের খেলাফত প্রাপ্ত একমাত্র খলিফা মগাচিপ ওরফে আচিফ মহিউদ্দিন। ) have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
3b. if the post or picture that contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography.
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
regards,
somewherein blog team.
এইবার আসেন ----ভিআইপি ব্লগার, মহান ব্যক্তিত্ব , আলোর দিশারী, এ যোগের পথপ্রদর্শক, বিশিষ্ট তরুণ বুদ্ধিজীবী, চিন্তানায়ক, দূরদর্শী, সত্যের পতাকাবাহক, জ্ঞানের আধার, বিশিষ্ট ব্লগমাতা সরি ব্লগবাবা যার নাম নিলে সামু কাইপা উঠে সেই মহান ব্যক্তি যখন ব্যক্তি আক্রমন করে তখন তাতে মুক্তচিন্তা ও মতপ্রকাশ বহুগুণ বেড়ে যায়।
মহান খলিফার বাণী ---------------------
হুমায়ুন আহমেদঃ একজন মহা-পুরুষত্ত্ব বর্ধক বটিকা বিক্রেতা অপন্যাসিকের নয়া ভেলকীবাজি (ইহাতে ব্যক্তি আক্রমন হয় না)
ইহা হইল মহান খলিফার কারামত। তারা যাকে ইচ্ছা তাকে যা খুশি বলতে পারবেন, লিখতে পারবেন। তাতে সামুর আইন লঙ্গন হয় না।
বরং যখন আপনি কারো (প্রশংসা করে) লিখবেন-------- মহান বুদ্ধিজীবী আহমেদ শরীফের খেলাফত প্রাপ্ত একমাত্র খলিফা মগাচিপ ওরফে আচিফ মহিউদ্দিন।
( ইহাতে সামুর বিধি লঙ্গন হয়। ) ফলে আপনি জেনারেল ও চরম শাস্তি আজীবনের জন্য কমেন্ট ব্যান।
খলিফার আর একটি গুরুত্তপূর্ণ বাণী------"অযথা আমার নামে পোস্ট দিয়ে সস্তা হিট কামাবেন না। আমি এতে বিরক্ত হই। আমার নাম দিয়ে পোস্ট দিলেই হিট, এই সব সস্তা হিট কামানো ঠিক না।
আপনার কোন প্রশ্ন থাকলে আমার পোস্টে করবেন। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।