প্রজন্ম চত্বরে জ্বলে উঠেছে প্রজন্মের শিখা..! দেশীয়/জাতীয় গাদাগাদা দিবসের ভিড়ে ২৪ এপ্রিলকে মহান মখা দিবস হিসেবে কি একটু জায়গা দেয়া যায়? আমরা তো ভুলভুল (খালি ভুলে যাই) জাতি। নিমতলী অগ্নিকাণ্ডের কথা ভুলেই গেছি, তাজরীন ফ্যাশনসের ঘটনার কথাও বিস্মৃতির পথে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে রানা প্লাজা ধ্বসজনিত প্রাণ বিপর্যয়ের কথাও ভুলে যাব সবাই। তবে তার আগেই, যদি (অন্ততঃ) ব্লগীয়ভাবে ২৪ এপ্রিল দিনটাকে একটা রঙের* আবরণে মুড়িয়ে দেয়া যায়, এর ওছিলায় হয়ত 'আবৃত'কে ক্ষণিকের জন্য হলেও একবার স্মরণ করব আমরা! সেদিন বিবিসিকে দেয়া তাঁর (প্রাতঃস্মরণীয়) বয়ানের জন্য হয়তো মন্ত্রীজী পাবেন না কোন নোবেল, বুকার বা অস্কার। আলতাফ সাহেবও পাননি। জোটেনি বাবর বাবুর কপালেও। তবে মখাজী কে আমরা সেরকম হতভাগা হতে দেব না। আসুন, আমরা তাঁকে একটি 'দিবস' উপহার দিয়ে তাঁর ঐতিহাসিক বয়ানের স্বীকৃতি জানাই। আগামী বছর থেকে ২৪ এপ্রিল হোক মহান মখা দিবস। ---------------------------- --------------------------- পুনশ্চঃ শোকের রঙ কালো.. বেদনার রঙ নীল.. *ঘৃণার রঙ যেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।