আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের শাস্তি

রোববার বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ব্যাট দিয়ে নিজের প্যাডে জোরে আঘাত করেন ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিব। তার ব্যাট অল্পের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলরকে আঘাত করেনি। তবে আইসিসির আচরণবিধির ২.২.১ ধারা ভঙ্গের দায়ে সাকিবকে জরিমানা করেন ক্রিস ব্রড। তিনি বলেন, “তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং সাবেক অধিনায়কের কাছ থেকে এ ধরণের আচরণ প্রত্যাশিত নয়। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে আবেগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে ব্যাটসম্যানের অবশ্যই ক্রিজ ছেড়ে চলে যাওয়া উচিৎ।” অনুতপ্ত সাকিব নিজেও তার ভুল বুঝতে পেরেছেন। সোমবার ভুল স্বীকারও করেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা নিয়ে এসেছে জিম্বাবুয়ে। বুধবার বুলাওয়ায়োতেই সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।