কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত
সবার পাঁচ দেখে আমিও লিখে ফেললাম। কিন্তু আমার তো পাচঁ এর শেষ হলো না। ছয় এ গিয়ে ট্রেন থামলো। কখন বাজে ছয়টা। হয়তো অনেক দেরীতে...
1. আমি পড়ালেখা খুব ভালোবাসি।
এটা ছাড়া আমার পক্ষে বেচেঁ থাকা অনেক ক্ষেত্রেই কঠিন। সুতরাং ধরে রাখার চেষ্টা করছি ... যতদিন আছি এখানে...
2. খেতে পারি সব ধরণের খাবার। তবে খুব সুস্বাদু খাবার হলেও আমি কম খাওয়া-দাওয়া করতে পছন্দ করি। টক, ঝাল, মিষ্টি আচার আমার কাছে কোন ব্যাপার না। টুকটুক করে ভালোই খেতে পারি।
3. আমার কাছে মানুষের সাধাসিধা রূপটা ভালো। যা আছে তাও অতিরিক্ত বহি:প্রকাশ করা এবং দেখা দুইটাই আমার ভালো লাগে না। প্যাচ একদম ভালো লাগে না।
4. স্বার্থপর ও সন্দেহপ্রবণ মানুষ আমি দুই চোখে দেখতে পারি না। যদি বুঝতে পারি, তাহলে তাদের সব সময় দুরে থাকার চেষ্টা করি।
5. মানুষকে বিশ্বাস করি এবং তা ধরে রাখার চেষ্টা করি। আর অযথা মিথ্যা কথা বলা এবং শুনা একদম পছন্দ করি না।
6. ছোট-খাট বা লম্বা টু্যর আমার খুব ভালো লাগে। ক্লান্ত হয়ে পরি না। চান্স পেলেই ঘুড়াঘুড়ি করার চেষ্টা করি।
অনেক ইচ্ছা পৃথিবীর অনেক অনেক সুন্দর সুন্দর স্থান গুলো দেখার। এখন সৃষ্টিকর্তার ইচছায় সবকিছু অনুকুলে আসলেই হয়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।