আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের সমস্যাটা কি???

অনুভূতি গুলোকে ভাষায় ফেলতে চাই, যেন বুঝতে পার আমায়...

সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড় তাতে কোন সন্দেহ নাই কিন্তু সেও কি বিগত অধিনায়ক গুলার মত অধিনায়ক হিসেবে লুথা হয়ে গেলো নাকি? সে ভাল পারফর্মার ভাল কথা কিন্তু টসে জিতে কেনো খালি উলটা ডিসিসন নেয় সেটা বুঝতে চাই। কেউ কি দয়া কইরা আমারে একটু বুঝাইবেন? আমি হয়তো বিষেশজ্ঞ না কিন্তু খেলায় হারার পর তো দেখি সাকিব নিজেই উলটা কথা কয়। আগেও তাই দেখলাম আজকেও একই পথে হাটলো। ম্যাচের ফলাফল ও তো মনে হইতাসে একই হইবো। আমাগো আম জনতার হতাসার কি কোন দাম নাই?? আর দলের শৃংখলা নিয়া তো মনে হয় অর খুব মাথা ব্যাথা। মাশরাফি রাগ কইরা চইলা গেল, কিন্তু ওর মতে মাশরাফির শাস্তি হওয়া উচিত ছিলো!!! কথার কি বাহার। আবার এখন রাকিবুল গেল তাতেও অহংকারি প্রতিক্রিয়া। দিন সবার সমান যায় না, সাকিবের পারফর্ম্যান্স খারাপ হইলেই দেখবো পাশে কেউ নাই, তখন বাস্তবতা বুঝবো আর কি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।