জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P
জনাব, আপনি কি জীবন নিয়ে হতাশ? নিজের কাছে নিজে বাদশাহ নামদার কিন্তু আর সবার কাছে কুলাঙ্গার?? মোটেও ঘাবড়াবেন না। আপনার ন্যায় ভগ্ন হৃদয় হতাশাগ্রস্ত মানুষদের জন্য ২০০৪ সাল থেকে এক মোক্ষম সাইট তৈরী হয়েছে। মার্ক জুকারবার্গ নামক এক সাদা চামড়ার যুবকের উর্বর মস্তিষ্ক প্রসূত এই সাইটের নাম ফেইসবুক। ( অনেকেই আমার লিখার সাথে কলিকাতা হারবালের বিজ্ঞাপনের মিল পেতে পারেন। মনে রাখবেন ফেইসবুক হল ভগ্ন হৃদয়ের মানুষের জন্য আর যার হৃদয় ব্যাতীত অন্যত্র ভগ্ন তারা শনির আখরায় কলিকাতা হারবালের শাখাটি খুঁজলেও খুঁজতে পারেন ।
) তাই ওহে ভাইসব, যাবতীয় হতাশা ছাড়পোকার ঔষধ দিয়ে মেরে ফেলুন। আপনার সকল বিষন্নতা দূর করে আপনাকে হিটে হিট সুপারহিট করে দিতে স্বপ্নেপ্রাপ্ত এক দাওয়াই নিয়ে এসে গেছি। কয়েক কিলোবাইট ইন্টারনেট খরচ বাদ দিলে আপনি এই আখেরী দাওয়াই পাবেন একদম ফ্রি তে। তাই তাড়াতাড়ি আশেপাশের সকল দৃশ্যমান এবং অদৃশ্য ট্যাবে নানাবিধ কর্মকান্ড শেষ করে লুংগির গিট্টু টাইট করুন।
যেহেতু আপনি একটি হিট পেজের এডমিন হতে চলেছেন কাজেই প্রথমত আপনাকে একটি পেজ খুলতে হবে।
কাজেই মনের মাধুরী মিশিয়ে একটি পেজ খুলে নিন।
জনাব, মনে রাখবেন পৃথিবীতে মানুষ তিন প্রকার
১. আস্তিক
২. নাস্তিক
৩. ফেবু পেজের এডমিন।
আর আপনি হতে যাচ্ছেন একটি ফেবু পেজের এডমিন। একটি কথা অবশ্যই স্মরণীয়। The cow lives on grass, And a facebook page admin lives on likes. আপনার পেজে এবং প্রতিটা পোষ্টে লাইক পাওয়াই আপনার জীবনের একমাত্র ব্রত।
যত বেশী লাইক পাবেন আপনি হবেন তত হিট এডমিন। মাঠভর্তি সবুজ ঘাস দেখে যেমন বকনা বাছুর খুশি হয় তেমনি শত শত মানুষের লাইক দেখে আপনার হাসি হবে আকর্ণবিস্তৃত। কাজেই লুঙ্গির গিট্টুটা আরেকবার চেক করে নিচের ধাপ গুলো ফলো করুন। মনে রাখবেন শিব খেরার সেই অমৃত বাণী "তুমিও পারবে"।
প্রথম ধাপ- নাম নির্বাচনঃ
নাম নির্বাচনে সতর্ক হোন।
মনে রাখবেন নাম নির্বাচনের মূল উদ্দেশ্য হল পেজে পাবলিক টানা। সর্বদা নামকরনের সার্থকতা বজায় রাখা আপনার উদ্দেশ্য নয়। মনে রাখবেন ১৮+ পেজে কোরআন- হাদীসের বাণী কিংবা " উই লাভ ইসলাম" টাইপ পেজে সানি লিওনের ছবি পোস্ট করলেও কেউ আপনাকে রিমান্ডে নিবে না।
দ্বিতীয় ধাপ-দৃষ্টি আকর্ষনঃ
হিট হবার পরবর্তি ধাপ হল দৃষ্টি আকর্ষণ। আপনার সদ্য নবজাত পেজটি যে এক মহার্ঘ্য এবং এই জিনিস লাইক না করলে যে ফেইসবুক ব্যাবহার করা ষোলআনাই বৃথা ইত্যাদি চটকদার কথা লিখে অন্যান্য পেজের ওয়ালে পোস্ট করুন কিংবা কমেন্ট করুন।
একাটি পুরোনো প্রবাদ আছে "ফকিরে ফকির দেখতে পারে না" তেমনি অন্য পেজের এডমিনরাও আপনাকে দেখতে পারবে না এটাই স্বাভাবিক। অনেক পেজে লিখা থাকে "কেউ অ্যাড দিবেন না দিলে ব্যান করা হবে" এতকিছু পুছিবেন না। আপনি আপনার মত অ্যাড দিয়েই যাবেন। নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ কি?
তৃতীয় ধাপ- কোমল পোষ্টঃ
একটা কথা অবশ্যই স্মরণীয় ফেইসবুকের দুই তৃতীয়াংশ আইডি নারীদের। এর মধ্যে অর্ধেক আসল নারী।
আর বাকী এক চতুর্থাংশ কতিপয় অনির্নেয় লিঙ্গের কথিত যুবকদের ফেইক আইডি। এই সব নারীরা আবার কোমল টাইপ পোস্ট পছন্দ করেন। এদের জন্য সকাল কিংবা রাতে এইটাইপ পোস্ট দিন----
----> ওয়াও কি সুন্দর সকাল, সবাইকে Good Morning
----> সবাইকে শুভরাত্রি। Good night, sweet dreams। ( সাথে দিতে পারেন এমন কোন ছবি )
সুন্দর শিশুদের ছবি পছন্দ করে না এমন কোন মেয়ে আছে? কাজেই ইন্টারনেট ঘেটে কোন ফটোশপ বাবুর ছবি আপলোড দিয়ে নিচে লিখুন " এই কিউট বাবুর জিন্য কয়টা লাইক"
নিয়মিত এধরনের ছবি পোষ্ট করুন।
ফেবু ফিডে যে জিনিস সবচেয়ে বেশী দৃষ্টি আকর্ষন করে তা হল ছবি। তবে আপনার ছবি যতই দৃষ্টিকটু হোক না কেন কেই আপনার পেজ আনলাইক করবে না। মনে রাখবেন আপনার পেজে গিয়ে খুঁজেপেতে পেজ আনলাইক করার চেয়ে ফেবু ইউজারদের বহু গুরুত্তপুর্ণ কাজ রয়েছে। কাজেই নিশ্চিন্তে পোষ্টের পর পোষ্ট দিয়ে যান।
ছবি দেয়ার ক্ষেত্রে এমন ছবি দিন যা আবাল-বৃদ্ধ-বনিতা সকলে চেনে।
যেমন একটা ফুটবলের ছবি দিয়ে বলুন "ইহাকে ফুটবল হিসেবে যারা যারা চিনতে পেরেছেন লাইক দিন"
কিংবা দিতে পারেন এই ছবিও
নিচে লিখুন " কে কে এই খেলাটি খেলেছেন? লাইক দিন"
বলা বাহুল্য এমন কোন বেকুব কিংবা মফিজ খুঁজে পাওয়া দুষ্কর হবে যে চোর-ডাকাত-বাবু-পুলিশ খেলে নি। আপনার পোষ্টে হুহু করে লাইক পড়বে আর আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন।
চতুর্থ ধাপ- মৌসুমি পোষ্টঃ
এক খাবার যেমন সবসময় ভাল লাগে না তেমনি সর্বদা একই টাইপ পোস্ট দিলে পাবলিক খাবে না। তাও পোষ্টে ভ্যারিয়েশন আনুন। খেলাধুলার মউসুমে খেলা নিয়ে পোস্ট দিন।
মেসি-রোনালদো, বার্সা-রিয়াল, ভারত-পাকিস্তান,ব্রাজিল-আর্জেন্টিনা ইত্যাদি বিতর্কিত বিষয় কাজে লাগান। দেখবেন হুযুগে বাঙালি কিভাবে লাইক বাটন চাপতাসে। মেসি-রোনালদোর ছবি দিয়ে নিচে লিখুন
"মেসিকে ভাল লাগলে লাইক রোনালদোকে ভাল লাগলে কমেন্ট আর কাউকেই ভাল না লাগলে শেয়ার করুন" আমি নিশ্চিত দেখতে দেখতে পোষ্টটি লাইকে সয়লাব হয়ে যাবে, কতিপয় মুর্খ আবার কমেন্টও করে বসবে। আর নির্বোধেরা করতে থাকবে শেয়ার। বিখ্যাত কোন খেলোয়াড়ের জন্মদিনে দিন এই টাইপ পোষ্ট--
আশা করছি এরই মধ্যে আপনার পেজে লাইক সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে।
তাই এবার প্রস্তুত হোন ফাইনাল স্টেপের জন্য।
শেষ ধাপ- ধর্মীয় পোষ্টঃ
জি জনাব, আপনি সুপারহিট এডমিন হবার শেষ ধাপে আছেন। এবার দেয়া শুরু করুন নানাবিধ ধর্মীয় পোষ্ট। জীবনে মসজিদ-মন্দিরের আঙ্গিনা না মাড়ালেও এখন আপনি জগতের সবচেয়ে ধর্মপ্রাণ মানুষ। প্রথমে দিতে পারেন এই টাইপ ছবি --
এরপর দিন ১ লাইক= ১ স্যালুট/রিস্পেক্ট টাইপ পোষ্ট।
যেমন
জনাব আপনি সর্বদা মসজিদে বামদিক থেকে আসা দান বাক্স ডান দিকে ঠেলিয়া দেয়া ছাড়া আর কোন কাজ না করলেও আজ এই ভিক্ষুকের প্রতি আপনার দরদ উথলাইয়া পড়তে হবে। আপনি মসজিদে দান খয়রাত না করতে পারেন কিন্তু মানুষের লাইকরূপি স্যালুট আদায় করছেন এটাই বা কম কিসে।
রাস্তায় কোন বৃদ্ধ মানুষকে কখনো কোনভাবেই সাহায্য করেন নি? কোন প্রব্লেম নাই। ফেসবুকে এই পরিশ্রমী বৃদ্ধের প্রতি স্যালুট জানান( কারন ১ লাইক=১ স্যালুট) । ঐ বৃদ্ধের ফেবু একাউন্ট না থাকতে পারে কিন্তু তামাম জগত তো জানলো আপনি কত মহৎ।
ইতিমধ্যে আশা করি আপনি লক্ষাধিক নির্বোধের লাইক অর্জন করেছেন। তাই এবার আল্লাহর বিভিন্ন অলৌকিক কুদরতের প্রচার শুরু করুন।
নিচে লিখুন "মাছের গায়ে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। ছবিটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন"
ছবিটি আসল নাকি ফটোশপ এই নিয়া নির্বোধেরা মাথা ঘামাবে না।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি কমেন্টে আপনার পোস্ট টইটুম্বুর হয়ে যাবে। হাজার হাজার লাইক পড়বে আর শেয়ার হবে এই ছবি।
এখনো কি আপনি আপনার কাংখিত সংখ্যক লাইক পাচ্ছেন না। তবে দিন এক আখেরী পোষ্ট। ব্যাটা ফেবু ইউজার এবার লাইক না দিয়া যাবি কই?
পরিশিষ্টঃ
আশাকরি ইতোমধ্যে আপনি আপনার কাংখিত লক্ষমাত্রা ছুঁতে পেরেছেন।
ফেবু পেজের ইতিহাসে আপনি এখন একজন কিংবদন্তী। আমার এক নিন্দুক বন্ধু একবার আপনাদের উদ্দেশ্য করে লিখেছিল
" আজকাল চোখ রাখলে পেজে
প্রশ্ন আসে মনে ভাইরে
গোবর কেন লেজে?"
এসব নিন্দুকের কথায় একদমই কান দেবেন না। লাইকে লাইকে ভরে উঠুক আপনার প্রতিটি পোষ্ট এই শুভকামনায় এখানেই শেষ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।