বারবার ভেঙে-চুরে নতুন করে গড়তে শেখা
ব্লগার ভাইরা,
আমি জানি ধর্ম খুবই সেনসিটিভ একটি বিষয় আর এটাও জানিযে, ব্লগে ধর্ম নিয়ে কিছু লিখলে কাদা ছোড়া ছুড়ি শুরু হয় নিজেদের মধ্যে। আমরা সেটা না করে আসুন সবাই একটি সুন্দর মতামত শেয়ার করি।
আচ্ছা বলেনতো... ধর্ম আমরা কিভাবে অর্জন করি। আমাদের জন্মদাতাদের কাছ থেকে জন্মসুত্রে ধর্ম পেয়ে থাকি। তার সহজ মানে হলো একটি সন্তান জন্ম নেওয়ার পর তার বাবা-মা যে ধর্ম পালন করে সেটিই তার ধর্ম হিসাবে সে পালন করতে শুরু করে।
কিন্তু আমরা কি কখনো বিচার করে দেখি যে, কোন ধর্মের মধ্যে কি আছে... পৃথিবীতে কোন ধর্মই শ্রেষ্ট। আমরা কিন্তু তা না দেখেই ধর্ম পালন করা শুরু করি। সুতরাং আমাদের ভাবা উচিৎ ধর্মে অন্তর্নিহিত কথা ও কাজ।
তাহলে কথা হচ্ছে আমরা যে যার ধর্ম নিজেরা বুঝে শুনে বেছে না নিয়ে আমরা জন্মসূত্রে যেটা পেয়েছি সেটাকে আমাদের প্রিয় ধর্ম হিসাবে মানি তাইতো?
এতক্ষন আমি আমার কথা কইলাম।
এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের নিজেদের ধর্ম কে কিভাবে অর্জন করেছেন বা পেয়েছেন বা কিভাবে নিজ ধর্মকে বাছাই করে মানা শুরু করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।