বিজ্ঞানের ক্লাসকে ধর্মের ক্লাস বানাবেন না। বিজ্ঞানের ক্লাসে কোন নিউটনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর।
প্রতি লাইনে লাইনে প্রমাণ চ بسم الله الرحمن الرحيم
আল্লাহ্ই সকল প্রশংসার প্রকৃত হকদার, অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর নবীর উপর বারবার।
এক ভাইয়ের সাহায্য চাওয়ার পরে পোষ্টই দিয়ে দিলাম, যাতে আরো অনেকের উপকার হয়।
যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তাহলে নীচের ভিডিওটি দেখেন
আর যদি আপনি এক্সপি ব্যবহার করেন তাহলে নীচের ভিডিওটি দেখেন
যদি হাতের কাছে উইন্ডোজ এক্সপির সিডি না থাকে তাহলে নীচের ভিডিওটি দেখেন।
এবার আপনাকে একটি ইংলিশ-এ্যারাবিক কিবোর্ড কিনতে হবে। আর নয়তো কিবোর্ড টিপে টিপে দেখতে হবে কোন কি চাপলে আরবীর কোন অক্ষর আসে।
আরো সহজ পদ্ধতি চাইলে নীচে দুটি ভার্চুয়াল আরবী কিবোর্ডের লিংক দিলাম, সেখানে লিখে, কপি করে আপনার ওয়ার্ড ফাইলে পেষ্ট করে দিন।
১নং ভার্চুয়াল কিবোর্ড
২নং ভার্চুয়াল কিবোর্ড
আপনি ইংরেজীতে ভার্চুয়াল এ্যারাবিক কিবোর্ড লিখে সার্চ দিলে এমন আরো অনেক পাবেন।
শেষমেশ আর কিছু টুকিটাকি জানতে চাইলে নীচের দুই লিংকে উঁকি মারতে পারেন। আল্লাহ্ আপনাদের সহায় হোন।
১ম লিংক
২য় লিংক
আর ভুলে যদি কেউ উর্দু ইন্সটল সম্পর্কে জানতে চান, তাহলে এখানে ক্লিক করুন।
আমার আরো দু'টি পোষ্ট
'হিগস' কণা কি আসলেই পাওয়া গেছে, নাকি ভাঁওতাবাজি,?
আল্লাহ্র অস্তিত্বঃ আস্তিক ও নাস্তিকের যুক্তিতর্কঃ আমার উপলব্ধি -৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।