ভালবেসে এসে,ছুয়ে দাও একবার, অবাক হয়ে দেখ এ আমায় আবার। ১. পাবলিক এর প্রানিবিজ্ঞানের অমেলেন্দু স্যার একবার বলেন 'আমার ডাক নাম হল panthera tigris. তারপর থেকে বাঘের বৈজ্ঞানিক নাম হল panthera tigris রাখা হয়!!! ২. পাবলিক এর 'শারীরিক শিক্ষার ফরিদ স্যার' তার আণ্ডার ওয়ার টি ছুড়ে ফেলে দেন। যেটি কুড়িয়ে পেয়ে 'suparman' suparman হন!! ৩. পাবলিকে ক্লাস ভাল লাগতোনা বলে পালাতেন। তিনি আর কেও নন আমাদের জাতীয় কবি নজরুল। ৪. পাবলিক কলেজ ফুটবল টিমে সুযোগ পায় নি বলে দেশ ট্যাগ করে দুই ছাত্র। বর্তমানে তারা মেসি ও রোনালদো নামে পরিচিত ৫. পাবলিকের প্রথম কলেজ লিডার ছিল একটু মারকুটে! এখন সবাই টাকে রজনীকান্ত হিসেবে চিনে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।