সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই
প্রতিবারের মত এবারও মহাসমারহে অনুষ্ঠিত হল ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল ২৬ জানুয়ারী অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। নানা প্রকার খেলা, প্যারেড, যেমন খুশি তেমন সাজো আর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১১।
যারা ক্যান্ট পাবলিক কলেজে পড়েছেন, পড়িয়েছেন বা যাদের সন্তান পড়েছে তারা জানেন এ প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া প্রতিযোগিতা খুবই জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হয়। অনূষ্ঠান উপলক্ষে ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে।
এবারই প্রথম হাউস ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় শুরু হয়ে প্রায় দু’ ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ, পি এস সি, লজিস্টিক এরিয়া কমান্ডার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগার সুলতানা খালেদ। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা, পি এস সি, অন্যান্য প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ এবং ছাত্রীদের অভিভাবকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল মো. জায়েদুল ইসলাম, এ ই সি।
প্রধান অতিথির ঘোষণা এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
ক্যান্ট পাবলিক কলেজের রীতি অনুযায়ী প্রথমেই প্রধান অতিথি প্যারেড দলের অভিবাদন গ্রহণ করেন। চারটি হাউস এবং গার্লস গাইড দল এ প্যারেড প্রদর্শন করে। এরপর এক দল ছাত্রী শারিরীক কসরত প্রদর্শন করে।
অধিকাংশ ইভেন্টের চুড়ান্ত খেলা আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের দিনে মোট চারটি ইভেন্ট রাখা হয়।
অভিভাবকদের জন্যও ছিল দুটি ইভেন্ট। পুরুষ অভিভাবকদের জন্য Save the Balloon এবং নারী অভিভাবকদের জন্য ছিল Musical Chair. ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় ছাত্রীরা নানা বেশে উপস্থিত হয়। কউবা হয় বাউল, বোষ্টমী, কেউবা ইভটিজার। এরপর শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় অংশ Cultural Display। মিউজিকের তালে তালে মনোহরী নৃত্যের মাধ্যমে ছাত্রীরা ফুটিয়ে তোলে আমাদের ইতিহাস, সংস্কৃতি, আমাদের বাংলাদেশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি মিসেস খালেদ। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল খালেদ ছাত্রীদের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন য়ে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কল ও কলেজের মেয়েরা তাদের নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে স্থান করে নেবে।
বিউগলের সুরে জাতীয় ও হাউসের পতাকা নামানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।