ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো বরাবর
'কঠোর' প্রধানমন্ত্রী,
আপনার 'সুস্থ' ছাত্র সংগঠন যে তান্ডব শুরু করছে ঢাবি ও রাবিতে দা, কুড়াল দিয়া তাতে, আগামী হপ্তায় বুয়েটের 'বিকৃত মানসিকতার' ছেলে মেয়েরা হলে ফিরলে তাদের কিমা বানানো হবে না সেই নিশ্চয়তা কে দিবে?
যেকোনো বড় আন্দোলনের পরে সরকারী দলের 'রুম সার্ভিস' দেয়ার রীতি বুয়েটে অনেক পুরাতন ঐতিহ্য। সনি হত্যার পর আন্দোলনে জড়িতদের হলে রুম সার্ভিস দেয়া হইসিলো। রোজ রাতে দল বেধে ছাত্রদলের ছেলেরা গিয়ে রুম থেকে ডেকে নিয়ে চড় থাপড় দিত।
দিন বদলাইসে, এখন আর চড় থাপ্পড়ের দিন নাই। আপনার সূর্য সন্তানরা দা, বটি, হলের দোতলা থেকে নিচে ফেলে দেয়া, হাত পা ভাঙ্গতে সিদ্ধহস্ত হইসে।
আমি মনে প্রাণে বিশ্বাস করি বুয়েট ছাত্রলীগ হয়ত এতটা পারদর্শিতা দেখাবে না শিক্ষামন্ত্রীর বাসায় পোলাও কোর্মা ও 'আশ্বস্ত' খাবার পরে। কিন্তু তাদের কিছু কমার্সের বন্ধু আছে। তারা ভাড়া খাটলে আমাদের ভাইবোনদের কি হবে তা এই বিকৃত মানসিক অবস্থায় ভাবতে পারতেছি না।
আপাতত, বুয়েটের পাশেই ঢাকা মেডিকেল আছে এটা ভেবেই স্বস্তি পাচ্ছি... ওহ, শুনলাম বুয়েট ছাত্রলীগ নাকি ঢাকা মেডিকেলে গিয়েও ভাংচুর চালানোর রেকর্ড করে ফেলেছে !
এদিকে, আপনার সাইবার যোদ্ধারা ক্ষণে ক্ষণে হিজাবি বোনদের নিয়ে যে খিস্তি খেউর ফেইসবুকে দিচ্ছে সেটাই অনেক সহনীয় মনে হচ্ছে। ধীরে ধীরে সবাইকে ডিজিটাল করে সাইবার যোদ্ধা বানিয়ে ফেললে অনেক শান্তিতে ক্লাসে ফিরতে পারত ছেলেমেয়েরা।
কারণ ওসব সাইবার যোদ্ধাদের আমরা সকাল বিকাল পলাশীর চায়ের সাথে নাস্তা করি।
আপনার একান্ত অনুগত
'আশ্বস্ত' বাঙ্গাল
এইবিষয়ে লেখকের অন্যান্য পোষ্ট
বুয়েট ভিসির চ্যালেঞ্জ, লাগবা বাজি?
১৯ দিনের আন্দোলন: বুয়েট প্রসাশনের রাজনৈতিক ভূত
বুয়েট ভিসি ও আবুলঃ মাইক্রো ব্লগ কালেকশন্স
দেশটা কি বাল ফেলার জন্য স্বাধীন কর্ছিলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।