পরিবর্তনে বিশ্বাসী
হিংসাত্মক ছাত্ররাজনীতির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন
গত কয়েকদিন ধরে বাংলাদেশের ছাত্ররাজনীতি মারাত্মক ভাবে হিংস্র হয়ে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বিষিয়ে উঠেছে হানাহানির কারণে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ঝরে গেছে দুটি মেধাবী প্রাণ। আবুবকর ও ফারুক হোসেনকে হতে হয়েছে হিংসাত্মক ছাত্ররাজনীতির বলি। বাংলাদেশের শত শত শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ লাখ ছাত্র- ছাত্রীর জীবন আজ সম্পূর্ণ নিরাপত্তাহীন।
জীবনকে হাতে নিয়ে ক্লাশ করতে আসতে হয় সকলকে। কেননা যে কোন সময় ছাত্র নামধারী কিছু হিংস্র পশুর আক্রমনে আবুবকর বা ফারুকের মত জীবন দিতে হতে পারে। এ মতাবস্থায় অভিভাবক সহ সাধারণ ছাত্র-ছাত্রী আতন্কিত ও গভীর ভাবে চিন্তিত। এ অবস্থা চলতে থাকলে সরকারী বিশ্ববিদ্যালয় বা কলেজ রাখা না রাখা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
তাই শিক্ষার পরিবেশ ঠিক রাখার স্বার্থে বর্তমান সংঘাতময় ছাত্ররাজনীতি ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।